ক্রিকেটকে বিদায় সুরেশ রায়নার

0
5
সুরেশ রায়না

সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩ বছর আগে। এবার টুইটারে সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের অবসরের ঘোষণা দেন এই ভারতীয়।

সুরেশ রায়না

“নিজের দেশের হয়ে খেলা খুবই গর্বের। এখন আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের নিচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্যবাদ জানাই। আর আমার ওপর বিশ্বাস রাখার জন্য সমর্থকদেরও ধন্যবাদ”-জানিয়েছেন সুরেশ রায়না।

দেশের হয়ে-
• ১৮টি টেস্ট
• ২২৬ টি ওডিআই
• ৭৮ টি টি-টোয়েন্টি খেলেছেন রায়না

পড়ুন — বাংলাদেশের ম্যাচ হারার ৫ কারণ?

আইপিএল এর ইতিহাসেও অন্যতম সফল এক প্লেয়ার রায়না। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে, ২০৫ ম্যাচে ব্যাট হাতে ৩২.৫ গড় ও ১৩৬.৭ স্ট্রাইক রেটে এই বাঁহাতি ব্যাটার করেছেন ৫৫২৮ রান। তবে ফিটনেসের ঘাটতি থাকায় ২০২১ আইপিএলে শেষ দিকে তাঁকে ছাড়াই ম্যাচ খেলেছে সিএসকে।

এমনকি, শেষ মৌসুমে তো তাঁকে দলেও রাখেনি চেন্নাই সুপার কিংস। তবে, চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে ঝামেলা হওয়ার কারণেই নাকি তাঁকে দলে রাখা হয়নি সে গুঞ্জনও আছে।

লিখেছেন,
অসীম দেব।
কন্টেন্ট ক্রিয়েটর।
স্পোর্টস রাইটার, স্টাডি আওয়ারস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here