শব্দের অর্থ

(বাংলা) ৬ষ্ঠ: অর্থ বুঝে বাক্য লিখি (২য় পরিচ্ছেদ: শব্দের অর্থ) – সমাধান

Posted on

অর্থ বুঝে বাক্য লিখি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই এর ৩য় অধ্যায়। অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়ের ২য় পরিচ্ছেদ শব্দের অর্থ এর পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-

২য় পরিচ্ছেদ : শব্দের অর্থ

পাকাপাকি
~ সুকুমার রায়

আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে,
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে;
ফলারটি পাকা হয় লুচি দই আহারে।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে।
লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে!
কান পাকে ফোড়া পাকে, পেকে করে টনটন—
কথা যার পাকা নয়, কাজে তার ঠনঠন।
রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে,
সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে।
পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে।
দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে॥

IMG 20230416 141318

১. পাকাপাকি কবিতায় ‘পাকা’ শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো।
নমুনা উত্তর :

  • আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে → পরিপক্ক
  • কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে → শক্ত
  • রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে → স্থায়ী
  • ফলারটি পাকা হয় লুচি দই আহারে → পরিপূর্ণ
  • হাত পাকে লিখে লিখে → দক্ষ
  • চুল পাকে বয়সে → সাদা হওয়া
  • জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে → পটু
  • কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে → পরিপক্ক
  • বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে → পরিণত
  • কান পাকে ফোড়া পাকে → পুঁজ হওয়া
  • কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন → স্থায়ী
  • রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে → রান্না করা
  • সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে → রাগান্বিত
  • পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে → মোচড়ানো
  • দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে → তা দেওয়া

অর্থ বুঝে বাক্য লিখি
২. নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও।
নমুনা উত্তর:
১. মাথা
মুখ্য অর্থ → আমার মাথা ব্যথা করছে।
গৌণ অর্থ ১ → ছেলেটির মাথা ভালো।
গৌণ অর্থ ২ → মাসুদ সাহেব আমাদের গ্রামের মাথা।

২. হাত
মুখ্য অর্থ → বল ছুঁড়তে গিয়ে হাতে ব্যথা পেয়েছি।
গৌণ অর্থ ১ → লোকটি ভেবেছিল বসকে হাত করতে পারলেই প্রমোশন পাবে।
গৌণ অর্থ ২ → একাজে তোমার হাত আসতে সময় লাগবে।

৩. কাঁচা
মুখ্য অর্থ → আমটি এখনো কাঁচাই রয়ে গেছে।
গৌণ অর্থ ১ → তুমি এমন কাঁচা কাজ কীভাবে করলে?
গৌণ অর্থ ২ → কাপড়ের রঙটা কাঁচা ছিল।

৪. কাটা
মুখ্য অর্থ → রাস্তা বড়ো করার অজুহাতে পথের ধারের শতবর্ষী বটগাছটি কাটা হয়েছে।
গৌণ অর্থ ১ → মুন্সি বাড়ির উত্তর দিকে একটি পুকুর কাটা হয়েছে।
গৌণ অর্থ ২ → বাড়িতে কেউ নেই, একা একা সময় কাটে না।

৫. চোখ
মুখ্য অর্থ → মেয়েটির চোখদুটি খুব সুন্দর।
গৌণ অর্থ ১ → তার কথা শুনে আমার চোখ কপালে উঠল।
গৌণ অর্থ ২ → শুভর চোখ উঠেছে।

৬. কান
মুখ্য অর্থ → লোকটি কানে কম শোনে।
গৌণ অর্থ ১ → কানকথা শুনে কোনো লাভ নেই।
গৌণ অর্থ ২ → পিকলু খুব কানপাতলা লোক।

৩. প্রদত্ত ছকটি দেখো।

IMG 20230416 141349

ওপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি করে দেখানো হলো।
নমুনা উত্তর :
১. রাত – রাত্রি – রজনি
২. বাড়ি – ঘর – ভবন
৩. কপোত – পায়রা – কবুতর
৪. আনন্দ – খুশি – হর্ষ
৫. চোখ – নেত্র – নয়ন
৬. ইচ্ছা – বাসনা – আকাঙ্ক্ষা
৭. বায়ু – হাওয়া – বাতাস
৮. আকাশ – গগন – আসমান
৯. কপাল – ভাগ্য – ললাট
১০. খবর – বার্তা – সংবাদ

আরো পড়ো → ১ম পরিচ্ছেদ : শব্দের শ্রেণি

প্রতিশব্দ বসিয়ে আবার লিখি
৪. নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো।
আমার ছোটো মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন, রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তাঁর ইচ্ছা হলো, তিনিও এই কাজের সঙ্গে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ। বাসে করেই তারে রওনা দিতে হলো । বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোটো মামার মনে হলো, এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন।
নমুনা উত্তর:
আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন। একদিন সংবাদ পেলেন, রূপখালী গাঁয়ে মানুষ একটা নূতন বিদ্যালয় চালু করবে। তাঁর সাধ হলো, তিনিও এই কাজের সঙ্গে যুক্ত হবেনসেজন্য এক আঁধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। বহু দূরের রাস্তাগাড়িতে করেই তাঁকে রওনা দিতে হলো। গাড়ি থেকে যখন নামলেন, তখন প্রভাত হয়ে গেছে। পূর্ব আসমানে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণেরকনিষ্ঠ মামার মনে হলো, এবার তিনি আসলেই একটা উত্তম কর্ম করতে পারবেন।

বিপরীত শব্দ
৫. দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো।
নমুনা উত্তর :

  • এই শহরে অনেক মানুষ থাকে। → এই শহরে অল্প মানুষ থাকে।
  • বীথির বাড়ি দূরে। → বীথির বাড়ি কাছে।
  • শুকনো খাবার আমার পছন্দ। → শুকনো খাবার আমার অপছন্দ।
  • আজ গরম পড়েছে। → আজ ঠান্ডা পড়েছে।
  • তিনি ঘুমিয়ে ছিলেন। → তিনি জেগে ছিলেন।
  • এ জমি উর্বর। → এ জমি অনুর্বর।
  • ভালো কাজ করব। → খারাপ কাজ করব।
  • তুমি যাও। → তুমি এসো।
  • ছেলেটি চালাক। → ছেলেটি বোকা।
  • কুকুর বিশ্বাসী প্রাণী। → কুকুর অবিশ্বাসী প্রাণী।
IMG 20230416 141408

বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই
৬. বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও।
নমুনা উত্তর :

  • এই শহরে অনেক মানুষ থাকে। → এই শহরে অল্প মানুষ থাকে না।
  • বীথির বাড়ি দূরে। → বীথির বাড়ি কাছে নয়।
  • শুকনো খাবার আমার পছন্দ। → শুকনো খাবার আমার অপছন্দ নয়।
  • আজ গরম পড়েছে। → আজ ঠান্ডা পড়েনি।
  • তিনি ঘুমিয়ে ছিলেন। → তিনি জেগে ছিলেন না।
  • এ জমি উর্বর। → এ জমি অনুর্বর নয়।
  • ভালো কাজ করব। → খারাপ কাজ করব না।
  • তুমি যাও। → তুমি এসো না।
  • ছেলেটি চালাক। → ছেলেটি বোকা নয়।
  • কুকুর বিশ্বাসী প্রাণী। → কুকুর অবিশ্বাসী প্রাণী নয়।
Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *