(স্বাস্থ্য সুরক্ষা) ৬ষ্ঠ: চলো বন্ধু হই – সমাধান

চলো বন্ধু হই হচ্ছে ৬ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই এর শিখন অভিজ্ঞতা। চলো বন্ধু হই অধ্যায়টির পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-

চলো বন্ধু হই

কাজ-১: আমার বন্ধুর গল্প

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/ পেন্সিল।

কাজের ধারা

  • নিজের বন্ধুর গল্প বলার জন্য প্রথমে এমন একজনকে বেছে নিতে হবে যার সাথে বন্ধুত্ব আছে।
  • এরপর কীভাবে তার সাথে বন্ধুত্ব হলো, তার কোন দিকগুলো ভালো লাগে, কেন তাকে বন্ধু মনে করি সেগুলো খুঁজে বের করি।
  • নিজের বন্ধুর সাথে বন্ধুত্বের গল্পের ছবিটি আঁকি এবং নিচে দেওয়া নমুনা ছবির সাথে মিলিয়ে দেখি।

নমুনা ছবি:

CamScanner 01 17 2024 10.57 1

কাজ-২: আমার বন্ধু কেন আমার প্রিয়

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে আমরা নিজেদের বন্ধুর গল্প শেয়ার করি।
  • এরপর আমার বন্ধুটি কেন আমার এত প্রিয়, সে কী কী করে বলে আমার প্রিয় সেগুলো নিয়ে ভাবি।
  • এ বিষয়গুলো ভাবার পর নিচের ‘আমার বন্ধু কেন আমার প্রিয়’ ছকটি পূরণ করি এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখি।
  • ছকটি নিয়ে এরপর সহপাঠীদের সাথে আলোচনা করি।
  • আলোচনা শেষে পোস্টার পেপার/ক্যালেন্ডার/খাতার কাগজে একটি সাধারণ তালিকা তৈরি করে শ্রেণিকক্ষের দেয়ালে লাগিয়ে দেই।

নমুনা উত্তর:

CamScanner 01 17 2024 10.57 2

কাজ-৩: আমার সহমর্মী আচরণ

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে পাঠ সহায়ক বিষয়বস্তুর প্রস্তুতি অংশ থেকে সহমর্মিতা ও এর সুবিধা সম্পর্কে জানি।
  • এরপর নিজের পাঁচটি সহমর্মী আচরণ লিখে ছকটি পূরণ করি এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখি।
  • এরপর পরিবার, আত্মীয় বা বন্ধু আমার পরিস্থিতি ও অনুভূতি বুঝতে পারেনি এমন একটি বাস্তব ঘটনা সহপাঠীদের সাথে শেয়ার করি এবং সহমর্মিতার অভাবে সৃষ্ট অসুবিধা অনুধাবন করি।

নমুনা উত্তর:

আমার সহমর্মী আচরণ

১. আমি মনোযোগ দিয়ে বন্ধুদের কথা শুনি এবং তাদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি।
২. বন্ধুদের কোনো সহযোগিতার প্রয়োজন কিনা তা জানতে চাই এবং সাধ্যমতো তাদের সহযোগিতা করি। কেউ বলতে না চাইলে তাকে বলার জন্য জোর করি না।
৩. সবসময় ভালো কাজের প্রশংসা করার চেষ্টা করি এবং উৎসাহ দেই।
৪. কোনো বন্ধু ভুল কাজ করে ফেললে তাকে দোষারোপ করি না। তাকে এ সম্পর্কে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং বুঝিয়ে বলি।
৫. কেউ কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি।

আরো পড়ো আমার কৈশোরের যত্ন
আরো পড়োচলো নিজেকে আবিষ্কার করি

কাজ-৪: আমার সহমর্মী আচরণ এবং ভবিষ্যতে আমি যে সহমর্মী আচরণ করতে চাই

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • ছবিটি মনোযোগ দিয়ে দেখি এবং ছবিগুলো দেখে কী মনে হচ্ছে তা চিন্তা করি।
  • এরপর ছবিগুলো দেখে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।
  • আলোচনা শেষে নিজ নিজ কাজ দিয়ে ছক পূরণ করি এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখি।

নমুনা উত্তর :

CamScanner 01 17 2024 10.57 3

কাজ-৫: কে কে আমার বন্ধু হতে পারে

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে নিজ নিজ পরিবারের মধ্য থেকে এমন ৩ জনকে খুঁজে বের করি যাদের সাথে আমরা সহমর্মী আচরণ করি।
  • এরপর তাদের প্রত্যেকের সাথে আমরা কী কী সহমর্মী আচরণ করি তা দাগ টেনে দেখাই।
  • যদি একই আচরণ একাধিকজনের সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথেই দাগ টেনে দেখাই এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখি।

নমুনা উত্তর:

CamScanner 01 17 2024 10.57 4

কাজ-৬: প্রকৃতির বন্ধুর সাথে সহমর্মী আচরণ

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে গাছপালা ও পশুপাখির উপকারিতা এবং এদের ভূমিকা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।
  • এরপর এদের জন্য আমরা যে সহমর্মী আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেগুলো ছকে লিপিবদ্ধ করি এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখি।

নমুনা উত্তর :

CamScanner 01 17 2024 10.57 5

কাজ-৭: প্রিয় বন্ধু হতে চাওয়ার কারণ

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে পরিবার, আত্মীয়, প্রতিবেশী, স্কুল বা যে কোনো জায়গা থেকে এমন একজনকে চিন্তা করি যার সাথে বন্ধুত্ব হলে আমার ভালো লাগবে।
  • তারপর ‘আমি যার বন্ধু হতে চাই’ নামক ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি।
  • ছবির পাশে সংক্ষেপে তার পরিচয় ও কেন তার বন্ধু হতে চাই তা লিখি এবং নিচে দেওয়া নমুনা সমাধানের সাথে মিলিয়ে দেখি।

নমুনা সমাধান:

CamScanner 01 17 2024 10.57 6

কাজ-৮: আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/পেন্সিল

কাজের ধারা

  • আমি কার প্রিয় বন্ধু হবে সিদ্ধান্ত নেওয়ার পর প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা শুরু করি।
  • এজন্য প্রথমে বন্ধুত্বের জন্য কী কী কাজ করতে হবে তা ১ নম্বর বক্সে লিখি।
  • তারপর যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন বন্ধুকে নিয়ে বন্ধুমেলায় কী করব তার পরিকল্পনা ২ নম্বর বক্সে লিখি।
  • সবশেষে বন্ধুত্ব আরো দৃঢ় করতে কী করতে চাই তা ৩ নম্বর বক্সে লিখি এবং সবশেষে নিচে দেওয়া নমুনা সমাধানের সাথে মিলিয়ে দেখি।

নমুনা সমাধান:

CamScanner 01 17 2024 10.57 7

কাজ-৯: বন্ধুমেলা

প্রয়োজনীয় সামগ্রী: শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম/ পেন্সিল

কাজের ধারা

  • প্রথমে বন্ধু মেলার জন্য পরিকল্পনা করি এবং নিজ নিজ প্রিয় বন্ধুকে বন্ধু মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই।
  • এরপর বন্ধুমেলা আয়োজন করে তা উপভোগ করি।
  • বন্ধুমেলার দিনে নিজ নিজ প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দেই।
  • মেলায় অংশগ্রহণের পরে পোস্টারটি পূরণ করি এবং নিচে দেওয়া নমুনা পোস্টারের সাথে মিলিয়ে দেখি।

নমুনা পোস্টার:

CamScanner 01 17 2024 10.57 8

Leave a Comment