পরিবেশ দূষণ হচ্ছে ৫ম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই এর ২য় অধ্যায়। পরিবেশ দূষণ অধ্যায় থেকে বাছাইকৃত সেরা রচনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-
পরিবেশ দূষণ
প্রশ্ন-১. পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় হলো-
i. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
iii. বেশি বেশি গাছ লাগানো।
iv. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধন করা।
v. জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রশ্ন-২. পরিবেশ সংরক্ষণ কী? আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি সে বিষয়ে ৪টি পদক্ষেপ লেখো।
উত্তর: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি-
i. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বা মাটিতে চাপা দেওয়া।
iii. বেশি বেশি গাছ লাগানো।
iv. কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা।
প্রশ্ন-৩. মাটি দূষণ কী? মাটি দূষণের দুইটি কারণ ও দুইটি প্রভাব লেখো।
উত্তর: মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে এর উর্বরতা শক্তি নষ্ট হওয়াই হলো মাটি দূষণ। মাটি দূষণের দুইটি কারণ—
i. কলকারখানার বর্জ্য মাটিতে ফেলা।
ii. কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা।
মাটি দূষণের দুইটি প্রভাব-
i. জমির উর্বরতা নষ্ট হয়া।
ii. মাটিতে জন্মানো গাছপালা ও পশুপাখি মারা যায়।
পড়ুন → আমাদের পরিবেশ অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন-৪. শব্দ দূষণ কী? শব্দ দূষণের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর: শব্দ দূষণ হলো শব্দের অস্বাভাবিক অবস্থা যা মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে।
শব্দ দূষণের চারটি ক্ষতিকর প্রভাব হলো-
i. মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হওয়া।
ii. কানে কম শোনা।
iii. ঘুমে ব্যাঘাত ঘটা।
iv. কর্মদক্ষতা কমে যাওয়া।
প্রশ্ন-৫. শব্দ দূষণের দুইটি উৎসের নাম লেখো। শব্দ দূষণ রোধে তোমার চারটি করণীয় লেখো।
উত্তর: শব্দ দূষণের দুইটি উৎসের নাম হলো-
i. বিনা প্রয়োজনে হর্ন বাজানো।
ii. উচ্চস্বরে গান বাজানো।
শব্দ দূষণ রোধে আমার চারটি করণীয় হলো-
i. যখন তখন হর্ন না বাজানো।
ii. উচ্চ শব্দ সৃষ্টি না করা।
iii. যখন তখন মাইক না বাজানো।
iv. ত্রুটিপূর্ণ যন্ত্র মেরামত করে ব্যবহার করা।