পরিবেশ দূষণ

(বিজ্ঞান) ৫ম: পরিবেশ দূষণ অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর

পরিবেশ দূষণ হচ্ছে ৫ম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই এর ২য় অধ্যায়। পরিবেশ দূষণ অধ্যায় থেকে বাছাইকৃত সেরা রচনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-

পরিবেশ দূষণ

প্রশ্ন-১. পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো।
উত্তর:
পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় হলো-
i. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
iii. বেশি বেশি গাছ লাগানো।
iv. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধন করা।
v. জনসচেতনতা বৃদ্ধি করা।

প্রশ্ন-২. পরিবেশ সংরক্ষণ কী? আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি সে বিষয়ে ৪টি পদক্ষেপ লেখো।
উত্তর:
প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি-
i. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বা মাটিতে চাপা দেওয়া।
iii. বেশি বেশি গাছ লাগানো।
iv. কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা।

প্রশ্ন-৩. মাটি দূষণ কী? মাটি দূষণের দুইটি কারণ ও দুইটি প্রভাব লেখো।
উত্তর:
মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে এর উর্বরতা শক্তি নষ্ট হওয়াই হলো মাটি দূষণ। মাটি দূষণের দুইটি কারণ—
i. কলকারখানার বর্জ্য মাটিতে ফেলা।
ii. কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা।
মাটি দূষণের দুইটি প্রভাব-
i. জমির উর্বরতা নষ্ট হয়া।
ii. মাটিতে জন্মানো গাছপালা ও পশুপাখি মারা যায়।

পড়ুন → আমাদের পরিবেশ অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর

প্রশ্ন-৪. শব্দ দূষণ কী? শব্দ দূষণের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর:
শব্দ দূষণ হলো শব্দের অস্বাভাবিক অবস্থা যা মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে।
শব্দ দূষণের চারটি ক্ষতিকর প্রভাব হলো-
i. মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হওয়া।
ii. কানে কম শোনা।
iii. ঘুমে ব্যাঘাত ঘটা।
iv. কর্মদক্ষতা কমে যাওয়া।

প্রশ্ন-৫. শব্দ দূষণের দুইটি উৎসের নাম লেখো। শব্দ দূষণ রোধে তোমার চারটি করণীয় লেখো।
উত্তর:
শব্দ দূষণের দুইটি উৎসের নাম হলো-
i. বিনা প্রয়োজনে হর্ন বাজানো।
ii. উচ্চস্বরে গান বাজানো।
শব্দ দূষণ রোধে আমার চারটি করণীয় হলো-
i. যখন তখন হর্ন না বাজানো।
ii. উচ্চ শব্দ সৃষ্টি না করা।
iii. যখন তখন মাইক না বাজানো।
iv. ত্রুটিপূর্ণ যন্ত্র মেরামত করে ব্যবহার করা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *