লোডশেডিং শিডিউল

লোডশেডিং শিডিউল: ঢাকার বিভিন্ন জায়গায় কারেন্ট না থাকার সময়সূচি

সারাদেশে বিদ্যুৎ ঘাটতি নিরসনে সরকার দেশব্যাপী রুটিনমাফিক লোডশেডিং রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে মানুষের যেন অসুবিধা না হয় বা লোডশেডিং শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় কাজ যেন সেড়ে নিতে পারেন এই জন্য এলাকাভিত্তিক রুটিন করে লোডশেডিং শিডিউল করেছেন।

তারই ধারাবাহিকতায় ঢাকায় লোডশেডিং এর সম্ভাব্য সময় ধরা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। এবং ঢাকার মধ্যে লোডশেডিং ধরা হয়েছে ১০০ মেগাওয়াটের মতো। তবে লোডশেডিং রুটিন পরিবর্তিত হতেই আছে এইজন্য নিচে pdf ফাইল দেওয়া হলো। এই pdf ফাইল ডাউনলোড করে নিলেই হবে এবং লোডশেডিং রুটিন পরিবর্তন হতেও দেখা যাবে।

ডেসকোর দেওয়া লোডশেডিং শিডিউল এর রুটিনে অঞ্চলের সাথে যে কাল চিহ্ন দেওয়া আছে সে সময়টুকুতে কারেন্ট থাকবে না বলে বলা হয়েছে। এই pdf ফাইলে ঢাকার পুরো অঞ্চলের লোডশেডিং শিডিউল রুটিন দেওয়া আছে।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দ্বায়িত্বে রয়েছে ডিপিডিসি। এ কোম্পানির গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ।

আর রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী ও পূর্বাচলসহ প্রায় ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো। প্রায় ১১ লাখ গ্রাহক রয়েছে।

PDF-পিডিএফ ডাউনলোড → লোডশেডিং শিডিউল ঢাকা এরিয়া

লোডশেডিং শিডিউল

খিলগাঁও উপকেন্দ্র :-
• এলাকার নাম- রেলওয়ে অফিসার্স কলোনী, খিলগাঁও বাজার রোড: ২:০০-৩:০০ (দুপুর)
• এলাকার নাম- মালিবাগ মোড়, শান্তিবাগ : ১১:০০-১২:০০ (দুপুর)
• এলাকার নাম- মালিবাগ ডিআইটি রোড ও মালিবাগ এলাকা : ১:০০-২:০০ (দুপুর)
• এলাকার নাম- গুলবাগ, খিলগাঁও বাগিচা : ২:০০-৩:০০ (দুপুর)
• এলাকার নাম- পাবনা কলোনি, পশ্চিম শান্তিবাগ, মগা হাজীর গলি : ৬:০০-৭:০০ (সন্ধ্যা)
• এলাকার নাম- চামেলীবাগ ও শান্তিনগর এলাকার আংশিক : ৩:০০-৪:০০ (বিকেল)
• এলাকার নাম- মালিবাগ মোড় হতে আউটার সার্কুলার রোডের আংশিক : ৫:০০-৬:০০ (বিকেল)
• এলাকার নাম- পিডব্লিউডি কোয়ার্টার, মালিবাগ : ১:০০-২:০০ (দুপুর)

লোডশেডিং শিডিউল

কাকরাইল উপকেন্দ্র :-
• এলাকার নাম- কাকরাইল মোড় হতে শান্তিনগর বাজার, ফরিদা ক্লিনিক ও হোয়াট হাউজ মেইন রোড : ৪:০০-৫:০০ (বিকেল)
• এলাকার নাম- শান্তিনগর মোড় হতে ইষ্টার্ণ প্লাস মার্কেট ও ডিটেকটিভ স্কুল রাজারবাগ পুলিশ : ৫:০০-৬:০০ (বিকেল)

লোডশেডিং শিডিউল

নিউ পিএন্ডটি উপকেন্দ্র :-
• এলাকার নাম- গাজী ভবনের গলি হতে ইষ্টার্ন প্লাস মার্কেট পর্যন্ত শান্তিনগর এলাকা : ১০:০০-১১:০০ (সকাল) ও ৯:০০-১০:০০ (রাত)
• এলাকার নাম- পল্টন থানা হতে কাকরাইল মোড় পর্যন্ত প্রধান সড়ক : ১২:০০-১:০০ (দুপুর)

লোডশেডিং শিডিউল

কমলাপুর রেলওয়ে উপকেন্দ্র :-
• এলাকার নাম- নাভানা টাওয়ার হতে আমতলা মসজিদ পর্যন্ত উত্তর শাহজাহানপুর এলাকা : ৩:০০-৪:০০ (বিকেল)
• এলাকার নাম- বারাকা হাসপাতাল হতে সাইদির গলি শহীদভাগ এলাকা : ৮:০০-৯:০০ (রাত)
• এলাকার নাম- রেলওয়ে কলোনি ও কবি বেনজির বাগান গলি, শাহজাহানপুর এলাকা : ৬:০০-৭:০০ (সন্ধ্যা)
• এলাকার নাম- আমতলা মসজিদ হতে শেখ সেকেন্দার স্কুল পর্যন্ত উত্তর শাহজাহানপুর এলাকা : ৭:০০-৮:০০ (সন্ধ্যা)
• এলাকার নাম- আউটার সার্কুলার রোড এর আংশিক ও মোমেনবাগ এলাকা : ৭:০০-৮:০০ (সন্ধ্যা)
• এলাকার নাম- ঝিলপাড় মসজিদ হতে আমতলা মসজিদ পর্যন্ত শাহজাহানপুর জাহাজ বিল্ডিং এর গলি : ৮:০০-৯:০০ (রাত)

বিঃদ্রঃ এলাকা ভিত্তিক লোডশেডিং শিডিউল রুটিন পেতে উপরের ডাউনলোডে ক্লিক করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *