পাকিস্তান

ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ

এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল ভারত। তবে সেই জয় বেশি দিন ধরে রাখতে পারলো না ভারত। ৭ দিনের ব্যবধানে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান। শ্বাসরুদ্ধকর নাটকীয়তার এই ম্যাচে ১ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোরের দ্বিতীয় ম্যাচের টসের ভাগ্যও থাকে পাকিস্তানের পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।

টস হেরে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। দীর্ঘ দিন রান না পাওয়া ভিরাট কোহলি এই ম্যাচে খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস।

১৮২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। ভারতীয় বোলারদের বোলিং তোপ সামলিয়ে ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

টস হেরে ব্যাট করতে নেমে নতুন এক ভারতকে দেখতে পাই আমরা। গত দুই ম্যাচের ওপেনিং ব্যর্থতা এবার ঘুচেছে ভারতের। ব্যাট হাতে নেমে প্রথম ওভারে চার ছক্কার ঝড় তোলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা । পাকিস্তানের পেসার নাসিম শাহর করা প্রথম ওভারেই দলকে ১১ রান এনে দেন তিনি।

প্রথন দুই ওভারের চাত ছক্কার ঝড় অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুল। রাহুলের ব্যাট জ্বলে উঠে ৩ ওভারে। নাসিমের করা ওভারে ২ ছক্কা সহ ১৪ রান সংগ্রহ করে ভারত।৩ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৪।

ভারত দলীয় ৫০ রান স্পর্শ করে মাত্র ২৬ বলে। তবে পাওয়ার প্লের শেষ ওভারেই ভাঙে ওপেনিং ঝুটি। ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করা রোহিতকে সাজঘর দেখান রউফ। পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৬২ রান ।

রোহিতের আউটের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেন নি রাহুল। ১ চার ২ ছক্কায় ২০ বলে ২৮ রান করে ফিরেন তিনি। ৬২ রানে ২ উইকেটের পতন, ঠিক তখনই রানের চাকা ঘুড়ান ভিরাট কোহলি।

৩য় ও ৪র্থ উইকেটে সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে ২১ বলে ২৯ ও ঋসভ পান্থকে নিয়ে ২৫ বলে ৩৫ রান তুলেন কোহলি। সূর্যকুমার ও পান্থ যথারীতি ১০ ও ১৪ রান করে আউট হন।

গ্রুপ পর্বের ভারতের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে৷ ১৫ ওভারব দলীয় ১৩১ রানে আউট হন তিনি। তখনও হাল না ছেড়ে রান করে যাচ্ছিলেন কোহলি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি ১৮তম ওভারের শেষ বলে হাসানাইনের ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হয়ে যান বিরাট কোহলি। ৩১ হাফ-সেঞ্চুরি করা অধিনায়ক রোহিতকে পেছনে ফেলেন কোহলি।

৩৬ বল হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন কোহলি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে রান আউট হন ৪৪ বল খেলে ৬০ রান করা এ ডান-হাতি ব্যাটার।

ইনিংসের শেষ দুই বলে দু’টি চার মেরে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৮১ রান এনে দেন রবি বিষ্ণোই। পাকিস্তানের হয়ে শাদাব খান নেন ২ উইকেট।

১৮২ রানের জবাবে সাবধানী শুরু করে পাকিস্তান। প্রথম ৩ ওভারে ১৯ রান তোলেন পাকিস্তানের দুই ওপেনার রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। চতুর্থ ওভারে স্পিনার বিষ্ণোর বলে আউট হন অধিনায়ক বাবর।

বাবর ফিরার পর দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ৩০ বলে ৪১ তুলেন রিজওয়ান ও ফখর জামান। ১৮ বলে ১৫ রান করে স্পনার যুজবেন্দ্রা চাহালের শিকার জামান।

দলীয় ৬৩ রানে জামানের উইকেটের পর ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে উইকেটে আসেন নাওয়াজ। নাওয়াজ ইনিংস শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন। ৬টি চার ও ২টি ছক্কায় পাকিস্তানের রানের গতি বাড়িয়ে আস্থার দাম দেন তিনি। অপরপ্রান্তে ৩৭ বল খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রিজওয়ান।

ভুবেনেশ্বরন ১৬তম ওভারে ২০ বলে ৪২ করা নাওয়াজকে ফিরিয়ে রিজওয়ান-নাওয়াজ জুটি ভেঙে ভারতকে খেলায় ফেরার পথ দেখান। পরের ওভারে রিজওয়ানকে আউট করে দারুণভাবে ভারতকে ম্যাচে ফেরান প্রথম ম্যাচের নায়ক হার্ডিক। ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে ৭১ রান করেন রিজওয়ান।

রিজওয়ানের ফেরার পর পাকিস্তানের দরকার ছিল ১৯ বলে ৩৪ রান। ১৮তম ওভারে ৮ রান দেন বিষ্ণো। ওই ওভারে পাকিস্তানের আসিফ আলির সহজ ক্যাচ ফেলেন ভারতের হারের ট্রেইলার দেখান আর্শদীপ।

ভুবেনশ্বরের করা ১৯তম ওভারে ১৯ রান নেন আসিফ ও খুশদিল। এখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিলো ভারতের কিন্তু শেষ ওভারেও হয়ে নাটকীয়তা।

আর্শদীপের দ্বিতীয় বলে চার মেরে চতুর্থ বলে আউট হন আসিফ। শেষ ২ বলে ২ রান দরকার পড়ে। পঞ্চম বলে ২ রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন ইফতেখার। আসিফ ৮ বলে ১৪ রান ও ১১ বলে অপরাজিত ১৪ রান করেন খুশদিল। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

লিখেছেন,
অসীম দেব
কন্টেন্ট ক্রিয়েটর।
স্পোর্টস রাইটার, স্টাডিআওয়ার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *