Home বাংলা অনুচ্ছেদ

অনুচ্ছেদ

>> অনুচ্ছেদ কাকে বলে?
উত্তর : অনুচ্ছেদ শব্দের ইংরেজি প্রতিশব্দ Paragraph. একে সংক্ষেপে ‘প্যারা’ বলা হয় । কোনো একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে অল্পকিছু বাক্য ব্যবহার করে একটি স্বয়ংসম্পূর্ণ ‘প্যারা’ রচিত হলে তাকে অনুচ্ছেদ বলে।

অনুচ্ছেদের নিয়মাবলি :
ক. অনুচ্ছেদ রচিত হবে একটি মাত্র প্যারায়। কোনো মতেই একাধিক প্যারা থাকতে পারবে না।
খ. অনুচ্ছেদের প্রথমে একটি প্রারম্ভিক বাক্য (Topic Sentence) এবং শেষে একটি সমাপ্তিসূচক বাক্য (Final Sentence) থাকতে হবে। তবে কোনোমতেই তা আলাদা প্যারায় নয়।
গ. অনুচ্ছেদে নির্ধারিত বিষয়-কেন্দ্রিক মূলভাবের প্রকাশ ঘটানো হয়।
ঘ. অনুচ্ছেদের বক্তব্য স্বয়ংসম্পূর্ণ হওয়া চাই। অর্থাৎ, অল্প কিছু বাক্যে রচিত হলেও ভাবের পরিপূর্ণ প্রকাশ ঘটাতে হবে।
ঙ. অনুচ্ছেদের বাক্যসমূহের মধ্যে সংগতি ও পরম্পরা বজায় রাখতে হবে একই কথার পুনরাবৃত্তি, ব্যাখ্যা বর্জন করতে হবে।
চ. অনুচ্ছেদের ভাষা হতে হবে সহজসরল। অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কিংবা আলংকারিক ভাষা পরিহার করা উচিত।
ছ. অনুচ্ছেদে খুব প্রাসঙ্গিক হলে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে। তবে দীর্ঘ উদ্ধৃতি কিংবা কবিতার স্তবক ব্যবহার সংগত নয়।