ইতিহাস

ইতিহাস গড়া হলো না নিউক্যাসলের

Posted on

ইতিহাস দরজায় কড়া নাড়ছিলো নিউক্যাসল ইউনাইটেডের। প্রথম ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার গৌরব হাতছানি দিয়ে ডাকছিল প্রায় ৭০ বছর পর।
অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও এই ফাইনাল ছিল অর্ধযুগের দুঃখ ঘোচানোর। গত ছয় বছর ধরে যে তারা কোনো ট্রফিই ছোয়ে দেখতে পারে নি।
কিন্তু শেষ পর্যন্ত নিউক্যাসলের হৃদয় ভেঙে ইতিহাস গড়া আটকে দিলো ম্যান ইউ। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে লিগ কাপের শিরোপা অধরাই থেকে গেলো নিউক্যাসলের।
কাসেমিরো আর সভেন বটমানের আত্মঘাতী গোলে লিগ কাপ জয় করে কাসেমিরো ও এন্তনির দল।

প্রথমার্ধে কোনো দলই আধিপত্য বিস্তার করতে না পারলেও , মাত্র ছয় মিনিটের ব্যবধানেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ৩৩ মিনিটে কাসেমিরোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেড লিড পায়।তারপর ৩৯ মিনিটেই নিউক্যাসল সমর্থকদের হৃদয় ভেঙে দেন তাদেরই বটমান। তাঁর আত্মঘাতী গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য নিউক্যাসল ফরোয়ার্ডরা ইউনাইটেড রক্ষণের পরীক্ষা নিয়েছিল ভালোভাবেই।
নিউক্যাসলকে হারিয়ে শিরোপা জিতে ইউনাইটেড লিগ কাপের তৃতীয় সফলতম দল এখন ম্যানচেস্টার ইউনাইটেড। নয়বার লিগ কাপের ফাইনাল খেলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল ম্যান ইউ।

Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *