চারপাশের লেখার সাথে পরিচিত হই

(বাংলা) ৬ষ্ঠ: চারপাশের লেখার সাথে পরিচিত হই – সমাধান

চারপাশের লেখার সাথে পরিচিত হই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই এর ৪র্থ অধ্যায়। চারপাশের লেখার সাথে পরিচিত হই অধ্যায় এর অনুশীলনীর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-

চারপাশের লেখার সাথে পরিচিত হই

১. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 150824


ক. ওপরের লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক. ওপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত।
খ. লেখাটি পড়ে বুঝলাম এটি একটি ওষুধের দোকান এবং এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়।
গ. প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে।

২. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 150843


ক. ওপরের লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক. ওপরের লেখাটি পোস্টার নামে পরিচিত।
খ. এটি পড়ে বুঝলাম হাফিজ নামে একজন নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তাঁকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে।
গ. নির্বাচনি প্রচারণার কাজে এটি ব্যবহার করা হচ্ছে।

আরো পড়ো →অর্থ বুঝে বাক্য লিখি (৩য় পরিচ্ছেদ: যতিচিহ্ন)
আরো পড়ো →অর্থ বুঝে বাক্য লিখি (৪র্থ পরিচ্ছেদ: বাক্য)

৩. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 150859


ক. ওপরের লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক. ওপরের লেখাটি ব্যানার নামে পরিচিত।
খ. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে।
গ. ব্যানার শোভাযাত্রার সামনে এবং সবাইকে কোনো তথ্য বা বক্তব্য জানানোর জন্য ব্যবহার করা হয়।

৪. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 150928


ক. ওপরের লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক. ওপরের লেখাটি আমন্ত্রণপত্র নামে পরিচিত।
খ. গ্রন্থাগারের তিন বছর পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে।
গ. আমন্ত্রণপত্র ব্যবহার করা হয় কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে

৫. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 150950


ক. খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক. খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি বিজ্ঞাপন নামে পরিচিত।
খ. নিমপাতা টুথপেস্ট ব্যবহার করা ভালো।
গ. বিজ্ঞাপন ব্যবহার করা হয় বিজ্ঞাপনী প্রচারণার কাজে।

৬. নিচের ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

IMG 20230430 151005


ক. ওপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত?
খ. লেখাটি পড়ে কী বুঝলাম?
গ. এর ব্যবহার কী?

নমুনা উত্তর :
ক ওপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি স্কুল বা টিভির স্কুল নামে পরিচিত।
খ. বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে।
গ. স্কুল ব্যবহার করা হয় জরুরি ও জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের কাজে।

1 Comment

  1. Radit

    I can complete my homework esaily now ty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *