প্রথম দুই ম্যাচের সমালোচনাকে পেছনে ফেলে সেই পুরনো রোনালদোকে আবারও দেখা যাচ্ছে নতুনভাবে। আল নাসেরের হয়ে প্রথম দুই ম্যাচ গোল না পেলেও ৪ ম্যাচ পর রোনালদোর গোল সংখ্যা ৮।
দামাকের সাথে ম্যাচে প্রথমার্ধে মধ্যেই রোনালদোর হ্যাট্রিকে ৩-০ তে জয় পায় আল নাসের।
বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাট্রিকের মালিক অনেক দিন থেকেই রোনালদো। সেটা হয়তো তিনি সবাইকে আবারও মনে করিয়ে দিলেন তার ৬২ তম হ্যাট্রিকের মধ্য দিয়ে।
দামাকের বিপক্ষে ১৮ মিনিটে রোনালদোর পেনাল্টি কিক থেকে লিড পায় আল নাসের।
তার ৫ মিনিট পরই ব্যবধান হয়ে যায় ২-০। আল-ঘান্নামের পাস থেকে গোল করেন রোনালদো।
এবং প্রথমার্ধ শেষ হয় একটু আগে হ্যাট্রিক পূর্ণ করেন সিআর সেভেন৷
১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে অবস্থান আল নাসেরের। ৭ এ আছে দামাক, ২২ পয়েন্ট নিয়ে।