a. What is black fungus?
b. Which organs of our body are affected by black fungus?
c. What is the mortality rate of the black fungus infected patients?
d. Who are vulnerable to this disease?
e. How can we prevent this disease?
Black Fungus : A Lethal Disease (ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক : একটি প্রাণঘাতী রোগ)
Black fungus infection or mucormycosis is a very rare but lethal disease that rampaged through India while the COVID-19 had inflicted havoc on India. Hence, people called it ‘a pandemic within a pandemic’. It is a severe medical condition caused by a kind of fungi named mucormycetes that affect nose, sinuses, eyes, lungs, even brain. Runny nose, one-sided facial swelling and pain, headache, fever, blurred vision, chest pain, breathing difficulty, coughing up blood, bulging or displacement of the eye, tissue death, etc. are some of the symptoms of the disease. Other forms of the disease may infect the lungs, stomach and intestines, and skin. Fortunately, it is not transmitted between people. It is spread by spores of the fungus, mostly through inhalation or contaminated food. Also, the fungus can enter the body via blood or directly through a cut or open wound. Black fungus has been labeled fatal considering the risk of death and chances of organ damage. The statistics shows that mortality rate is as high as 80% if a patient does not receive any medical attention or remains untreated for a long time. The death rate is 40-50% after receiving proper treatment. It is a rare disease because our immune. system usually can fight it off quite easily. But it becomes a problem for a small number of people who has lost their immunity due to COVID-19, diabetes, cancer, AIDS, or other terminal illnesses requiring high antibiotics or steroids. As the treatment is highly expensive and the efficacy level is not satisfactory either, we can only take preventive measures like wearing masks, washing hands, avoiding direct contact or exposure, etc. to stay safe from this disease. Furthermore, we must boost our immunity.
Paragraph : A Moonlit Night
Paragraph : Eve Teasing
বঙ্গানুবাদ : ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকোরমাইকোসিস অত্যন্ত বিরল কিন্তু প্রাণঘাতী রোগ যেটি ভারতে তান্ডব সৃষ্টি করেছিল যখন কোডিড-১৯ ভারতে সংসার চালিয়েছিল। তাই সাধারণ মানুষ একে ‘মহামারির মধ্যে মহামারি’ বলে অভিহিত করেছিল। এটি মিউকোরমাইসিটিস নামক এক ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যজনিত অবস্থা যা নাক, সাইনাস, চোখ, ফুসফুস, এমনকি মস্তিষ্ককেও আক্রমণ করে। নাক দিয়ে পানি পড়া, মুখের একপাপ ফুলে যাওয়া এবং ব্যথা, মাথাব্যথা, জ্বর, ঝাপসা দৃষ্টি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত পড়া, চোখ ফুলে যাওয়া বা স্থানচ্যুত হওয়া, টিস্যুর মৃত্যু প্রভৃতি হলে এই রোগের কয়েকটি উপসর্গ। এই রোগের অন্য ধরনগুলো ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র, এবং ত্বককে সংক্রমিত করে। সৌভাগ্যক্রমে, এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। এটি প্রধানত শ্বাসগ্রহণ কিংবা দূষিত খাবারের মাধ্যমে ছত্রাকটির স্পোর দ্বারা ছড়ায়। এছাড়াও, ছত্রাকটি রক্তের মাধ্যমে কিংবা সরাসরি কাটার বা উন্মুক্ত ক্ষতস্থান দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। মৃত্যুর ঝুঁকি এবং অঙ্গের ক্ষতির সম্ভাবনা বিবেচনা করে ব্ল্যাক ফাঙ্গাসকে প্রাণঘাতী আখ্যা দেন হয়েছে। পরিসংখ্যান দেখায় যে, রোগী যদি কোনো চিকিৎসা না পায় বা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা না করায়, তবে মৃত্যুর হার ৮০% পর্যন্ত হতে পারে। বল চিকিৎসা গ্রহণের পর মৃত্যুর হার ৪০-৫০%। এটি বিরল রোগ কেননা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত খুব সহজেই একে প্রতিহত করার পারে। কিন্তু অল্প সংখ্যক লোকের জন্য এটি একটি সমস্যা হয়ে দাঁড়ায় যারা কোচিত-১৯, ডায়াবেটিস, ক্যান্সার, এইডস অথবা উচ্চমাত্রার অ্যাএন্টিবায়োটিক বহু স্টেরয়েড প্রয়োজন এমন অনা দুরারোগ্য ব্যাধির কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। যেহেতু এর চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল এবং কার্যকারিতার মাত্রাও সন্তোষজনক নয়, তাই এ রোগ থেকে নিরাপদ থাকার জন্যে আমরা কেবল মাস্ক পরা, হাত ধোয়া, সরাসরি স্পর্শ বা সংস্পর্শ এড়ানো প্রস্তুতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। অধিকন্তু, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।