মেডিকেল এডমিশন কোশ্চেন সল্ভ কোর্স

টেন মিনিট স্কুলে’র ‘মেডিকেল এডমিশন কোশ্চেন সল্ভ কোর্স’

Posted on

ছোটবেলা থেকেই অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সাদা এপ্রন গায়ে জড়ানোর। আর পরিবারের প্রধান ইচ্ছাই থাকে তাদের বাচ্চা যেনো ডাক্তারই হয়। আসলে এই ইচ্ছাটা বাচ্চা জন্মের পর থেকেই হয়ে আসছে।

মেডিকেল এডমিশন কোশ্চেন সল্ভ কোর্স

মেডিকেলে পড়ার স্বপ্ন যারা দেখে তারা নিঃসন্দেহে অনেক কাঠখড় পুড়ায় পড়াশোনার ক্ষেত্রে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে পড়ার সুযোগ লাভ করে একজন শিক্ষার্থী।

আর মেডিকেলে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সময় থাকে মাত্র ৬০ মিনিট। এর মধ্যে প্রতিটা সেকেন্ডই সমান গুরুত্ব বহন করে।

আমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্নগুলো খেয়াল করি তাহলে বুঝতে পারবো প্রশ্নগুলো হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে। যা শিক্ষার্থীদের বুঝতে একটু কষ্টসাধ্য হচ্ছে বটেই।

তাই শিক্ষার্থীদের আরো ভালো ভাবে বোঝার সুবিধা করে দিচ্ছে টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “মেডিকেল এডমিশন কোশ্চেন সল্ভ কোর্স”

এই কোর্সে যা যা থাকছে-
• বিগত ১৫ বছরের মেডিকেল কোশ্চেন ব্যাংক সমাধান
• ৫ টি বিষয়
• ৭৫ টি রেকর্ডেড ক্লাস
• ১৫ টি মক টেস্ট

দেরী কেনো? টেন মিনিট স্কুলের হাত ধরেই শুরু হোক আপনার মেডিকেল এডমিশন জার্নি। কোর্সটি কিনতে ক্লিক করুন নিচের Buy Now আইকনে।

Buy Now

Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *