Top 3 neckband under 500

Top 3 neckband under 500 in Bangladesh

ব্লুটুথ হ্যাডফোন এখন আমাদের জেনারেশনের প্রধান চয়েজ। আর এই ব্লুটুথ হ্যাডফোনের জামানায় ন্যাকব্যান্ড খুবই স্পেশাল ও ভালো চয়েজ। আজকে আমরা কথা বলবো বাজেট সেগমেন্টের ৩ টি নেকব্যান্ড অর্থাৎ Top 3 neckband under 500 নিয়ে। যার মধ্যে দুটিই Lenovo ব্র‍্যান্ডের।

Top 3 neckband under 500

বাজেট সেগমেন্টের প্রথম নেকব্যান্ড- Lenovo HE05x Neckband

বাজেটের বেস্ট একটা ব্লুটুথ ইয়ারফোন এই Lenovo He05x.

Lenovo HE05X-এ কি কি থাকছে?

HE05X আগের মডেল He05 থেকে আরও বেশি ফ্লেক্সিবল,তাই ব্যবহার ও প্যাঁচানো যাবে সহজে।

এতে থাকছে ব্লুটুথ 5.00। যার ফলে খুব জলদি যেকোন ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে।

কল রিসিভ করা, মিউজিক প্লে-পজ করা এবং অন-অফ এর কাজ করতে পারবেন মাল্টিফাংসনাল বাটনের সাহায্যে।

রয়েছে 110mAh এর মেসিভ ব্যাটারি। যার ফলে 5-7 ঘন্টার মত ব্যাকআপ পেয়ে যাবেন আনায়াসে।

He05x দেড় ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আশা করা যায়।

অর্ডার লিংক- Order Now

He05x এর ছোটভাই He05 কেও চয়েজে রাখতে পারেন আপনি।

বাজেটের আরো একটি সেরা ও মার্কেট কাপানো নেকব্যান্ড  Lenovo he05.

কি কি ফিচার রয়েছে He05 এ দেখে নিই:
মেটাল, সিলিকন এবং টি.পি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নেকব্যান্ডটি মোটামুটি লাইট ওয়েট।

নেকব্যান্ডটি ফ্লেক্সিবল হওয়ায় খুব তাড়াতাড়ি হাতের সাথে পেঁচিয়ে রাখা যায়।

রয়েছে multi-functional বাটন ও এলইডি ইন্ডিকেটর ।

বাড’স দুইটি তে আছে ম্যাগনেট।

এটিতে ব্যবহার করা হয়েছে 105mAh ব্যাটারি।
যা ফুল চার্জ হতে সময় লাগবে দুই ঘণ্টা এবং ব্যবহার করতে পারবেন প্রায় ৮ ঘন্টা।

অর্ডার লিংক- Order Now

আমাদের তৃতীয় প্রোডাক্টটি একটু ইউনিক। নানান রঙ এর নেকব্যান্ড অনেকে খুজেন। তাদের জন্যই Recrsi RE-NY006

রঙবে রঙেরকালারের নেকব্যান্ড খুজছিলেন অনেকদিন যাবত তাদের জন্য আজকের লাস্ট প্রোডাক্ট এটি।

গান শুনা বা অনবরত কথা বলার জন্য ভালো একটি নেকব্যান্ড যেটা দিয়ে আপনি এক চার্জেই সারাদিন কথা বলতে বা গান শুনতে পারবেন।।

RECRSI RE-NY006
এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। যা খুব তাড়াতাড়ি  যেকোনো ডিভাইসের সাথে কানেক্ট হবে।

ইয়ারফোন ভার্সন: 5.0

১১০ mAh এর ব্যাটারি থাকায় প্রায় ৮ ঘন্টা ব্যাক আপ অনায়াসেই পাওয়া সম্ভব। এটি ফুল চার্জ করতে সময় লাগবে ২ ঘন্টা।

কালার এভেলেভেল : Black,White,Pink,Sky Blue

অর্ডার লিংক- Order Now

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *