বায়ু অধ্যায়ের

(বিজ্ঞান) ৫ম: বায়ু অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর

Posted on

বায়ু হচ্ছে ৫ম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই এর ৪র্থ অধ্যায়। বায়ু অধ্যায় থেকে বাছাইকৃত সেরা রচনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করা হলো-

বায়ু অধ্যায়ের রচনামূলক

প্রশ্ন-১. মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? তার পাঁচটি প্রয়োগ লেখো।
উত্তর:
মানুষ তার দৈনন্দিন জীবনে নানাভাবে বায়ুপ্রবাহকে ব্যবহার করে। যেমন—
i. ভেজা চুল ও কাপড় শুকাতে।
ii. শরীরকে ঠান্ডা রাখতে।
iii. পালতোলা নৌকা চালাতে।
iv. ফসল ঝেড়ে ময়লা দূর করতে।
v. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে।

প্রশ্ন-২. মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব ও বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর:
মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব—
i. ফুসফুসের ক্যান্সার; ii. শ্বাসজনিত রোগ ও হৃদরোগ।
বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় নিম্নরূপ—
i. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার না করা।
iii. বেশি করে গাছ লাগানো।

পড়ুন → জীবনের জন্য পানি অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর

প্রশ্ন-৩. কী কী কারণে বায়ু দূষিত হয়? বায়ু দূষণে মানুষের তিনটি কর্মকাণ্ড লেখো?
উত্তর:
বিভিন্ন ধরনের পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। মানুষ বিভিন্নভাবে বায়ু দূষণ করছে। যেমন—
i.মানুষ কলকারখানা চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এ থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করছে।
ii. মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে। যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করছে।
iii. কিছু মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে। এর ফলে বায়ু দূষিত হচ্ছে।

প্রশ্ন-৪. বায়ু প্রবাহের তিনটি ব্যবহার লেখো। পরিবেশের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর:
বায়ু প্রবাহের তিনটি ব্যবহার হলো-
i. বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে।
ii. বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে।
iii. বায়ু প্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
পরিবেশের উপর বায়ু দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব—
i. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
ii. এসিড বৃষ্টি

প্রশ্ন-৫. দূষিত বায়ু কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা দুইটি বাক্যে লেখো। বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর:
দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ সম্পর্কে দুটি বাক্য লেখা হলো-
দূষিত বায়ুর কারণে মানুষ ফুসফুসের ক্যান্সার রোগে আক্রান্ত হয়। দূষিত বায়ুতে মানুষ হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—
i. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো।
iii. রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার করা।

Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *