অনার্স-৩য়: ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব (সাজেশন -২৪)

সমাজবিজ্ঞান বিভাগের একটি বিষয়ের নাম হচ্ছে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব। ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব বিষয়ে পরীক্ষায় সর্বাধিক কমন নিশ্চিত পাওয়ার জন্য আমরা অধিক গুরুত্বপূর্ণ ৩টি মডেল টেস্ট দিয়েছি। সেগুলো থেকে চলতি বছরের অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় সর্বাধিক কমন আশা করছি।

ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব

স্পেশাল মডেল টেস্ট ১

অনার্স তৃতীয় বর্ষ; পরীক্ষা- ২০২২
সমাজবিজ্ঞান বিভাগ
বিষয়: ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব
বিষয় কোড: ২৩২০০১
সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ৮০

[বি.দ্র.: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও:
ক. সমাজতাত্ত্বিক মতবাদ কী?
খ. সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা রেখেছে?
গ. ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’ উক্তিটি কে করেছেন?
ঘ. “সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা” উক্তিটি কার?
ঙ. জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা কে?
চ. মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি কী কী?
ছ. ‘The Division of Labour in Society’ গ্রন্থটি কার রচিত?
জ. ‘Verstehen’ শব্দের অর্থ কী?
ঝ. সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও।
ঞ. Power and Society’ গ্রন্থটির রচয়িতা কে?
ট. রেসিডিউস কী?
ঠ. ডেরিভেশন কী?

খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
২. ফরাসি বিপ্লব কী?
৩. শিল্পবিপ্লব কী?
৪. দৃষ্টবাদ কী?
৫. সামাজিক বিবর্তন বলতে কী বোঝ?
৬. বিচ্ছিন্নতাবোধ কী?
৭. শ্রমবিভাজন বলতে কী বুঝ?
৮. আমলাতন্ত্র কী?
৯. রেসিডিউসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
১০. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১১. সমাজবিজ্ঞান বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা কর।
১২. দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা পর্যালোচনা কর।
১৩. সামাজিক বিবর্তন সম্পর্কে হার্বার্ট স্পেনসারের তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. মার্কসবাদের মৌলনীতিসমূহ বর্ণনা কর।
১৫. ডুর্খেইমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় কর। উদাহরণ দাও।
১৬. সামাজিক ক্রিয়া কী? সামাজিক ক্রিয়ার ধরন বর্ণনা কর।
১৭. সামাজিক পরিবর্তন কী? প্যারেটোর সামাজিক পরিবর্তন তত্ত্বটি পর্যালোচনা কর।

ক-বিভাগ উত্তরমালা

ক. সমাজতাত্ত্বিক মতবাদ হলো সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত, পরীক্ষিত মতামত বা মতবাদ।
খ. সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে শিল্পবিপ্লব ও ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গ. ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’ উক্তিটি করেছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ।
ঘ. “সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা” উক্তিটি হার্বার্ট স্পেনসারের।
ঙ. জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা সমাজতাত্ত্বিক হার্বার্ট স্পেন্সার।
চ. মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি হলো- ১. মালিক শ্রেণি ও ২. শ্রমিক শ্রেণি।
ছ. ‘The Division of Labour in Society’ গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম রচিত।
জ. ‘Verstehen’ প্রত্যয়টির অর্থ অন্তর্দৃষ্টি।
ঝ. সম্মোহনী কর্তৃত্বের জ্বলন্ত দৃষ্টান্ত হলেন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)।
ঞ. ‘Power and Society’ গ্রন্থটির রচয়িতা হ্যারল্ড ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান।
ট. রেসিডিউস হলো ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।
ঠ. অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সংগত, যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে।

স্পেশাল মডেল টেস্ট ২

অনার্স তৃতীয় বর্ষ; পরীক্ষা- ২০২২
সমাজবিজ্ঞান বিভাগ
বিষয়: ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব
বিষয় কোড: ২৩২০০১
সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ৮০

[বি.দ্র.: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও:
ক. কোঁৎ দৃষ্টবাদকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী?
খ. অজৈব বিবর্তন কী?
গ. জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা কে?
ঘ. কার্ল মার্কস কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
ঙ. ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কে?
চ. সামাজিক ঘটনা কী?
ছ. সামাজিক সংহতি কত প্রকার ও কী কী?
জ. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার?
ঝ. যুক্তিহীন ক্রিয়া কী?
ঞ. “ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।” – উক্তিটি কার?
ট. শাসনকারী এলিট কী?
ঠ. এলিটকে কী কী ভাগে ভাগ করা যায়?

খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
২. ফরাসি বিপ্লবের কারণ ব্যাখ্যা কর।
৩. কোঁতের মতে সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা কী?
৪. হাবার্ট স্পেনসারের মতানুসারে যুদ্ধভিত্তিক সমাজ ব্যাখ্যা কর।
৫. সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কী?
৬. উদ্বৃত্ত মূল্য কী?
৭. আত্মহত্যা কী?
৮. প্রটেস্ট্যান্ট নীতিবোধ কী?
৯. এলিট চক্র বলতে কী বুঝ?

গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
১০. আধুনিক ইউরোপীয় সমাজ বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা কর।
১১. সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর।
১২. “অগাস্ট কোঁৎ একজন মানবিক ও সামাজিক ঐক্যের সমাজবিজ্ঞানী (রেমন্ড অ্যারন)।” উক্তিটি ব্যাখ্যা কর।
১৩. হার্বার্ট স্পেনসারের সমাজকাঠামোর ধারণা দাও। স্পেনসার বর্ণিত সমাজের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
১৪. কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ কর।
১৫. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি পর্যালোচনা কর।
১৬. এমিল ডুর্খেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর।
১৭. কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর।

ক-বিভাগ উত্তরমালা

ক. কোঁৎ দৃষ্টবাদকে তিন ভাগে ভাগ করেছেন। যথা: ১. বিজ্ঞানসমূহের দর্শন ২. বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র এবং ৩. দৃষ্টবাদী রাজনীতি।
খ. জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালিই হচ্ছে অজৈব বিবর্তন।
গ. জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।
ঘ. কার্ল মার্কস ১৮১৮ সালের ৫ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন।
ঙ. ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কার্ল মার্কস।
চ. ডুর্খেইমের মতানুসারে আইনকানুন, নিয়মনীতি, সামাজিক বাধ্যবাধকতা প্রভৃতি যা প্রত্যেক ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে তাকে বা সে অবস্থাকে সামাজিক ঘটনা বলে।
ছ. সামাজিক সংহতি দুই প্রকার। যথা: ১. যান্ত্রিক সংহতি ও ২. জৈবিক সংহতি।
জ. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার।
ঝ. সমাজতাত্ত্বিক প্যারেটোর মতে যুক্তিহীন ক্রিয়া হলো সেসব ক্রিয়া যেসব ক্রিয়ায় কর্তার মনোজগৎ এবং বস্তুজগতের মধ্যে কোনো সংগতি থাকে না।
ঞ. “ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।” উক্তিটি সমাজতাত্ত্বিক প্যারেটোর।
ট. বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট।
ঠ. এলিটকে ভাগ করা যায় শাসনকারী এলিট ও অশাসনকারী এলিটে।

স্পেশাল মডেল টেস্ট ৩

অনার্স তৃতীয় বর্ষ; পরীক্ষা- ২০২২
সমাজবিজ্ঞান বিভাগ
বিষয়: ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব
বিষয় কোড: ২৩২০০১
সময়: ৪ ঘণ্টা; পূর্ণমান: ৮০

[বি.দ্র.: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও:
ক. ‘Classical Sociological Theory’ গ্রন্থটির রচয়িতা কে?
খ. কে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক গবেষণার সূত্রপাত করেন?
গ. অগাস্ট কোঁৎ বিমূর্ত বিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করেন?
ঘ. সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
ঙ. উপরিকাঠামো কী?
চ. ‘Class in itself’ কী?
ছ. সামাজিক সংহতি কত প্রকার ও কী কী?
জ. যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
ঝ. জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
ঞ. মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম কী?
ট. লালফিতার দৌরাত্ম্য কী?
ঠ. ডেরিভেশন কত প্রকার?

খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
২. রেনেসাঁর কারণগুলো আলোচনা কর।
৩. অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর সম্পর্কে সংক্ষেপে লেখ।
৪. যুদ্ধভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের পার্থক্য লেখ।
৫. এশীয় উৎপাদন পদ্ধতি কী?
৬. এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর।
৭. পরার্থমূলক আত্মহত্যা কী?
৮. কর্তৃত্বের বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর।
৯. যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কী?

গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
১০. কার্ল মার্কসের ‘উদ্বৃত্ত মূল্য’ তত্ত্বটি বিশ্লেষণ কর।
১১. সামাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের সামাজিক ঘটনা তত্ত্বটি বিশ্লেষণ কর।
১২. ধর্মের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে এমিল ডুর্খেইমের ধারণা ব্যাখ্যা কর।
১৩. ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৪. আধুনিক পুঁজিবাদের আলোচনায় আদর্শ নমুনার ভূমিকা বিশ্লেষণ কর।
১৫. প্যারেটোর এলিট চক্রাকার আবর্তন তত্ত্বটি আলোচনা কর।
১৬. প্যারেটোর যুক্তি-পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
১৭. সামাজিক পরিবর্তন কী? প্যারেটোর সামাজিক পরিবর্তন তত্ত্বটি পর্যালোচনা কর।

ক-বিভাগ উত্তরমালা

ক. ‘Classical Sociological Theory’ গ্রন্থটির রচয়িতা সমাজবিজ্ঞানী জর্জ রিটজার।
খ. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক গবেষণার সূত্রপাত করেন।
গ. অগাস্ট কোঁৎ বিমূর্ত বিজ্ঞানকে তিনটি শাখায় ভাগ করেন।
ঘ. সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।
৬. উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শনসংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
চ. কার্ল মার্কস ‘Class in itself’ বলতে উৎপাদনের সাথে যুক্ত এমন এক শ্রেণির কথা বলেছেন যারা তাদের অধিকার, কর্তব্য এবং মালিক শ্রেণির শোষণ-বঞ্চনা সম্পর্কে সচেতন নয়।
ছ. সামাজিক সংহতি দুই প্রকার। যথা: ১. যান্ত্রিক সংহতি ও ২. জৈবিক সংহতি।
জ. যান্ত্রিক সংহতি আদিম সমাজের বৈশিষ্ট্য।
ঝ. জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য।
ঞ. মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম দাস সমাজ।
ট. লালফিতার দৌরাত্ম্য হলো ফাইল আটকে রেখে টাকা আদায় করা।
ঠ. ডেরিভেশন চার প্রকার। যেমন- ১. কাল্পনিক ঘটনার জোরালো দাবি, ২. মৌলিক প্রমাণাদি, ৩. আবেগের সাথে সম্পৃক্ততা ও ৪. কর্তৃত্ব।