রচনা: সংবাদপত্র (সহজ ভাষায়)

সংবাদপত্র
অথবা, সংবাদপত্রের গুরুত্ব
অথবা, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা

উপস্থাপনা : Newspaper is the storehouse of knowledge. সভ্য সমাজে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মাঝে সংবাদপত্র অন্যতম। সংবাদপত্রে দেশ-বিদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা থাকে। সুতরাং এটি একটি গণমাধ্যম, যাকে সমাজের দর্পণ বলা হয়। মানবজীবনের বর্তমান সভ্যতার যুগে সংবাদপত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

সংবাদপত্রের ইতিহাস : অনেকের মতে, ১১ শতকে প্রথম চীন দেশে সংবাদপত্রের প্রচলন ঘটে। আবার কারো কারো মতে, ইউরোপের ভেনিসে প্রথম সংবাদপত্র প্রচলিত হয়। মুঘল আমলে ফরমান আকারে হাতে লেখা সংবাদপত্র প্রকাশিত হতো। ১৮১৮ সালে বাংলাদেশের শ্রীরামপুরে ‘সমাচার দর্পণ’ নামে প্রথম সংবাদপত্র প্রকাশ পায়।

সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ : পৃথিবীতে অনেকগুলো সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের দুটি সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ‘বাসস’ ও ‘ইউএনবি’। রয়টার, এসোসিয়েট প্রেস (এপি), ইউনাইটেড প্রেস, বিবিসি, ভোয়া, সিএনএন, ইরনা, এনা, পিটিআই প্রভৃতি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংবাদ সরবরাহ করে। ইসলামি উম্মাহর প্রতিনিধিত্বকারী সংবাদ সংস্থার নাম ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি। বর্তমানে ‘আল জাজিরা’ বিশ্বজুড়ে সংবাদ পরিবেশন করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

সংবাদপত্রের প্রকারভেদ : প্রকাশের সময়কাল বিবেচনায় সংবাদপত্রকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন- দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ষাণ্মাসিক, বার্ষিক ও সাময়িক।

সামাজিক উপকারিতা : সমাজগঠনে সংবাদপত্রের বিরাট ভূমিকা রয়েছে। সংবাদপত্র উল্টালেই আমরা পৃথিবীর সভ্য সমাজগুলোর চিত্র দেখতে পাই। ফলে সমাজগঠনে সংবাদপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে।

রাজনৈতিক উপকারিতা : সংবাদপত্র পাঠকদের নিকট আজকাল দেশ-বিদেশের রাজনৈতিক সংবাদই বেশি গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের মাধ্যমে দেশের সরকার ও বিরোধী দলীয় নীতিগত অবস্থান, দলীয় কর্মসূচি ইত্যাদি জানা যায়। সংবাদপত্র ছাড়া রাজনীতি অচল হয়ে পড়ে।

অর্থনৈতিক উপকারিতা : সংবাদপত্র দেশ-বিদেশের ব্যবসায়-বাণিজ্যের খবর প্রকাশ করে। সংবাদপত্রের তথ্যের ওপর ভিত্তি করে ব্যবসায়ীগণ বাজারের গতিবিধি উপলব্ধি করতে পারে। প্রতিদিন দেশের শেয়ার বাজার ও মুদ্রা বাজারের সংবাদ পত্রিকায় প্রকাশ পায়।

সাংস্কৃতিক উপকারিতা : সংবাদপত্রে কবিতা, গল্প, উপন্যাস, ছায়াছবির সংবাদ ইত্যাদি প্রকাশ পায়। এসব পড়ে পাঠকগণ দেশের সাংস্কৃতিক জগৎ সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করতে পারে। সংবাদপত্রে বিনোদনের জন্য বিশেষ ফিচার ছাপা হয়।

ধর্মীয় উপকারিতা : ধর্ম প্রচার ও ধর্মীয় জ্ঞান অর্জনে সংবাদপত্র ভূমিকা রাখতে পারে। সর্বসাধারণের জ্ঞাতার্থে পত্রিকায় ধর্মের মৌলিক বিষয়- নামাজ, রোজা, হজ্জ, জাকাত ইত্যাদি সম্পর্কে তথ্যাবলি প্রচার করা হয়।

জ্ঞান অর্জনের মাধ্যম : সংবাদপত্র জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে। দেশ-বিদেশের অনেক অজানা তথ্য সংবাদপত্রে প্রকাশ পায়, ছাত্র ছাত্রীদের জন্য উপকারী বিষয়াবলি ও পাঠ্যসূচি প্রকাশ করে ছাত্রসমাজের জ্ঞান অর্জনে সহায়তা করে। বর্তমানে অধিকাংশ পত্র-পত্রিকাই সিলেবাসভিত্তিক পড়ালেখার ধারাবাহিক পাঠ্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান করে যাচ্ছে।

সংবাদপত্রের অপব্যবহার : সংবাদপত্র জনগণের অনেক উপকার করতে পারে এবং তা যথার্থ প্রকাশের ওপর নির্ভরশীল। দেশের স্বার্থবিরোধী সংবাদ, ভুল সংবাদ ইত্যাদি পরিবেশন করে সংবাদপত্র জনসাধারণের ক্ষতি করতে পারে।

তথ্যবিভ্রাট : সংবাদপত্র কোনো ভুল তথ্য প্রকাশ বা অসৎ উদ্দেশ্যে কোনো নাশকতামূলক সংবাদ পরিবেশন করে জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হয় এবং রাজনৈতিক হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায়৷

আরো পড়ো মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা
আরো পড়োস্বদেশপ্রেম

উপসংহার : সংবাদপত্রকে নিরপেক্ষ ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সবার আগে দেশ ও জাতীয় স্বার্থরক্ষার দায়িত্ব পালন করতে হবে। এমন সংবাদ পরিবেশন করতে হবে, যা দেশ ও জাতির জন্য কল্যাণকর। সংবাদপত্র হলো জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই জাতীয় উন্নতিতে সংবাদপত্র যথেষ্ট ভূমিকা পালন করতে পারে।