মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর (PDF) বহুনির্বাচনী প্রশ্নোত্তর

মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর (PDF) বহুনির্বাচনী প্রশ্নোত্তর

Posted on

মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর (PDF) বহুনির্বাচনী প্রশ্নোত্তর এখানে পাবেন. ‘মাসি-পিসি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যা বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। এই গল্পটি বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) অংশে। এখানে ‘মাসি-পিসি’ গল্পের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হলো:

মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর (PDF) বহুনির্বাচনী প্রশ্নোত্তর

মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর পড়তে নিচে সম্পূর্ণ পোস্ট পড়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই নিকটে তাই সর্বচ্চ প্রস্তুতি নিতে মাসি পিসি গল্পের এমসিকিউ পড়ে নাও। masi pisi mcq এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতিবছর এখান থেকে প্রশ্ন আসে।

মাসি পিসি গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ

১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
[ক] দুই
☑️ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন?

☑️ নির্যাতনের ভয়ে

[খ] স্নেহের আতিশয্যে
[গ] দারিদ্র্যের কারণে
[ঘ] আহ্লাদি যেতে চায়নি বলে

⚛ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

দেখি নাই যারে, চিনি নাই যারে
শুনি নাই নাম কভু
তিনিই আজিকে দেবতা আমার
তিনিই আমার প্রভু।

৩. উদ্দীপকের প্রভু ‘মাসি-পিসি’ রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ?

[ক] লেখকের
☑️ জগুর
[গ] কৈলেশের
[ঘ] গোকুলের

৪. উভয়ের মধ্যে যে-বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো : 

[ক] আধিপত্য
[খ] পাণ্ডিত্য
☑️ স্বৈরাচারী
[ঘ] অহংবোধ

⚛ মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ক লেখক পরিচিতি :  (বোর্ড বই থেকে)

৫. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?

[ক] উপন্যাস ও প্রবন্ধ লেখক
[খ] প্রবন্ধ ও নাটক লেখক
[গ] নাটক ও উপন্যাস লেখক
☑️ উপন্যাস ও ছোটগল্প লেখক

৬. মানিক বন্দোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন?

☑️ ৪৮ বছর
[খ] ৪৯ বছর
[গ] ৫০ বছর
[ঘ] ৫১ বছর

৭. মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি পড়েন কোথায়?

[ক] কলকাতা হিন্দু কলেজে
☑️ কলকাতা প্রেসিডেন্সি কলেজে
[গ] আনন্দ মোহন কলেজে
[ঘ] ঢাকা কলেজে

৮. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প?

[ক] সমুদ্রের দ্বন্দ¡
[খ] হলুদপোড়া
☑️ অতসীমামী
[ঘ] টিকটিকি

৯. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?

[ক] ১৬ বছর
[খ] ১৮ বছর
☑️ ২০ বছর
[ঘ] ২২ বছর

১০. চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়োজিত ছিলেন?

☑️ ৩ বছর
[খ] ৪ বছর
[গ] ৫ বছর
[ঘ] ৬ বছর

১১. ‘পুতুল নাচের ইতিকথা’- মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

[ক] নাটক
☑️ উপন্যাস
[গ] পালাগান
[ঘ] ছোটগল্প

১২. ‘দিবারাত্রির কাব্য’- মানিক বন্দ্যোপাধ্যায়ের কী জাতীয় রচনা?

[ক] ছোটগল্প
[খ] নাটক
[গ] কবিতা
☑️ উপন্যাস

১৩. ‘প্রাগৈতিহাসিক’ ছোটগল্পের রচয়িতা কে?

[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] আলাউদ্দিন-আল-আজাদ
[গ] আতা সরকার
☑️ মানিক বন্দ্যোপাধ্যায়

মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর (PDF) বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১৪. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত?

[ক] প্রায় বিশটি
[খ] প্রায় ত্রিশটি
☑️ প্রায় চল্লিশটি
[ঘ] প্রায় পঞ্চাশটি

১৫. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন?

☑️ বিজ্ঞানমনস্ক
[খ] ধর্মমনস্ক
[গ] প্রকৃতিপ্রেমি
[ঘ] রাজনীতিক

১৬. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত?

[ক] প্রায় আড়াইশো
☑️ প্রায় তিনশো
[গ] প্রায় সাড়ে তিনশো
[ঘ] প্রায় চারশো

১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর?

[ক] ২৬ বছর
☑️ ২৮ বছর
[গ] ৩০ বছর
[ঘ] ৩২ বছর

১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

☑️ প্রবোধকুমার বন্দোপাধ্যায়
[খ] সুবোধকুমার বন্দোপাধ্যায়
[গ] বরুণকুমার বন্দোপাধ্যায়
[ঘ] প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়

১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোন জেলায়?

[ক] মানিকগঞ্জ
[খ] নারায়ণগঞ্জ
[গ] শরিয়তপুর
☑️ বিক্রমপুর

১০. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?

[ক] কলকাতার কালীঘাটে
☑️ বিহারের সাঁওতাল পরগনায়
[গ] ঢাকার বিক্রমপুরে
[ঘ] চাঁদপুরের জেলে পল্লিতে

১১. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে?

[ক] ১৯০২ খ্রিস্টাব্দে
☑️ ১৯০৮ খ্রিস্টাব্দে
[গ] ১৯১২ খ্রিস্টাব্দে
[ঘ] ১৯২১ খ্রিস্টাব্দে

১২. মানিক বন্দ্যোপাধ্যায়ে কবে মৃত্যুবরণ করেন?

[ক] ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর
[খ] ১৯৫৬ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর
☑️ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর
[ঘ] ১৯৫৬ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর

১৩. ১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে-

☑️ ম্যাট্রিক পাসের ক্ষেত্রে
[খ] আইএসসি পাসের ক্ষেত্রে
[গ] বি. এসসি পাসের ক্ষেত্রে
[ঘ] এম. এসসি পাসের ক্ষেত্রে

১৪. মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে?

[ক] সেন্ট গ্রেগরী স্কুল থেকে
☑️ মেদেনীপুর জেলা স্কুল থেকে
[গ] বরিশাল পাইলট স্কুল থেকে
[ঘ] কুচবিহার হাই স্কুল থেকে

১৫. কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইএসসি পাস করেন?

☑️ বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ
[খ] কলকাতা প্রেসিডেন্সি কলেজ
[গ] মেদেনীপুর সেন্ট্রাল কলেজ
[ঘ] কুচবিহার মডার্ন কলেজ

১৬. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন?

[ক] পদার্থ
[খ] রসায়ন
[গ] জীববিদ্যা
☑️ গণিত

১৭. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্সে ভর্তি হন-

[ক] স্কটিস চার্চ কলেজে
☑️ প্রেসিডেন্সি কলেজে
[গ] কলকাতা বিশ্ববিদ্যালয়ে
[ঘ] ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন?

[ক] পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়
[খ] দারিদ্র্যের কারণে
☑️ সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায়
[ঘ] রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায়

১৯. ১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন?

☑️ ৩
[খ] ৫
[গ] ৭
[ঘ] ৯

৩০. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?

[ক] নারায়ণগঞ্জ

☑️ মুন্সিগঞ্জ

[গ] মানিকগঞ্জ

[ঘ] নরসিংদী

৩১. কথা সাহিত্য বলতে কী বোঝায়?

[ক] সংগীত

[খ] নাটক

☑️ গল্প-উপন্যাস

[ঘ] কাব্য

৩২. মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন?

[ক] ২০টি

[খ] ২৫টি

[গ] ৬০টি

☑️ ৪০টির অধিক

খ মূল পাঠ :  (বোর্ড বই থেকে)

৩৩. আহ্লাদির স্বামীর নাম কী?

[ক] কৈলাশ

☑️ জগু

[গ] গোকুল

[ঘ] কানাই

৩৪. মাসি-পিসি কীসের ব্যবসা শুরু করে?

[ক] ফলমূলের

[খ] কাপড়ের

[গ] বিড়ির

☑️ তরকারির

৩৫. মাসি-পিসি তরকারি বিক্রির সিদ্ধান্ত নেয়-

[ক] বন্দরে

☑️ শহরে

[গ] গঞ্জে

[ঘ] মহল্লায়

৩৬. খড় মাথায় তুলে দিতে কত জনে সাহায্য করেছে?

☑️ ২ জনে

[খ] ৩ জনে

[গ] ৪ জনে

[ঘ] ৫ জনে

৩৭. খড় স্থানান্তরের কাজ করছে কত জনে?

[ক] ২ জনে

☑️ ৩ জনে

[গ] ৪ জনে

[ঘ] ৫ জনে

৩৮. চৌকিদার কে?

[ক] কৈলেশ

[খ] গোকুল

[গ] বুড়ো রহমান

☑️ কানাই

৩৯. নকশা পাড়ের সাদা শাড়ি পরেছে কে?

[ক] মাসি

[খ] পিসি

☑️ আহ্লাদি ঘ রহমানের মেয়ে

৪০. বাইরে থেকে মাসির উদ্দেশ্যে কে হাঁকাহাঁকি করে?

[ক] জগু

[খ] কৈলেশ

☑️ কানাই

[ঘ] গকুল

৪১. ‘বেলা আর নেই ‘কৈলেশ’।-কথাটি কে বলেছে?

☑️ মাসি

[খ] পিসি

[গ] আহ্লাদি

[ঘ] রহমান

৪২. ছাই বর্ণ বিশিষ্ট রঙকে কী বলে?

[ক] ছাই

☑️ পাণ্ডুর

[গ] গোধুলির রং

[ঘ] মেজেন্ডা

৪৩. ‘খপর’ কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ?

[ক] খাপরা

☑️ খবর

[গ] গোবর

[ঘ] খুপরী

৪৪. গল্পে লেখক ‘প্যাঁচালো’ বলতে কী বুঝিয়েছেন?

☑️ ব্যভিচারিতা

[খ] নির্দয়তা

[গ] বিতর্ক

[ঘ] আনুগত্য

৪৫. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

[ক] যুগবানি পত্রিকায়

[খ] কল্লোল পত্রিকায়

☑️ পূর্বাশা পত্রিকায়

[ঘ] নওরোজ পত্রিকায়

মাসি-পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

Masi Pisi Golper MCQ Question and Answer

৪৬. ‘মাসি-পিসি’ কী জাতীয় রচনা?

[ক] ছোটগল্প

[খ] উপন্যাস

[গ] প্রবন্ধ

☑️ গল্প

৪৭. ‘ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়’- কেন?

☑️ চলাচলের সুবিধার জন্য

[খ] খড় অনেক বেশি বলে

[গ] কাজে ফাঁকি দেয়ার জন্য

[ঘ] মালিকের প্রতি রাগের কারণে

৪৮. অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেয়ার জন্য সালতিতে কতজন মানুষ ছিল?

[ক] একজন

☑️ দুইজন

[গ] তিনজন

[ঘ] চারজন

৪৯. কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়?

[ক] লম্বা চুল

[খ] কোঁকড়ানো চুল

☑️ ছোট করে ছাঁটা চুল

[ঘ] আধাপাকা চুল

৫০. লেখক প্রঢ়া অর্থে কোন বয়সকে বুঝিয়েছেন?

[ক] প্রবীণ

[খ] আশিঊর্ধ্ব নারী

☑️ চল্লিশোর্ধ্ব নারী

[ঘ] বিধবা নারী

৫১. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’ -এখানে ‘মরণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

[ক] মৃত্যু

[খ] নিপীড়ন

☑️ দুর্ভিক্ষ

[ঘ] মহামারী

৫২. ভোজনের পাশাপাশি মাসি-পিসির বছরে কত জোড়া থান পরন লাগত?

[ক] এক জোড়া

☑️ দু’জোড়া

[গ] তিন জোড়া

[ঘ] চারজোড়া

৫৩. দুর্ভিক্ষের সময়ে মাসি-পিসিদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণ-

☑️ আর্থিক সংকট

[খ] সামাজিক সংকট

[গ] পারিবারিক সংকট

[ঘ] রাজনৈতিক সংকট

৫৪. “তোর মেসো ঠিক ছিল, শাউড়ি-ননদ ছিল বাঘ।” এখানে ‘বাঘ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

[ক] ভয়ংকর

[খ] হিংস্র

☑️ নিষ্ঠুর

[ঘ] ক্রুদ্ধ

৫৫. আহ্লাদির পিসে স্বভাবে কার মতো ছিল?

☑️ জগুর

[খ] কৈলেশের

[গ] গোকুলের

[ঘ] কানাইয়ের

৫৬. গর্ভাবস্থায় মেয়েদের কার কাছে থাকতে হয় বলে মাসি জানায়?

[ক] মাসি-পিসির কাছে

[খ] বাবা-মার কাছে

[গ] দাদা-নানির কাছে

☑️ মা-মাসির কাছে

  1. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
    • ক) প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়
    • খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
    • গ) মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    • ঘ) মণীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়

    উত্তর: খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

  2. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
    • ক) দেশ
    • খ) পূর্বাশা
    • গ) শনিবারের চিঠি
    • ঘ) কল্লোল

    উত্তর: খ) পূর্বাশা

  3. ‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদির স্বামীর নাম কী?
    • ক) কানাই
    • খ) গোকুল
    • গ) জগু
    • ঘ) কৈলাশ

    উত্তর: গ) জগু

  4. ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসি কার জন্য উপোস করছিলেন?
    • ক) আহ্লাদি
    • খ) জগু
    • গ) কৈলাশ
    • ঘ) নিজেদের জন্য

    উত্তর: ক) আহ্লাদি

  5. ‘মাসি-পিসি’ গল্পে কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল?
    • ক) দুইজন
    • খ) তিনজন
    • গ) চারজন
    • ঘ) একজনও নয়

    উত্তর: খ) তিনজন

মাসি-পিসি গল্পের MCQ প্রশ্নের উত্তর

১১. মাসি বিরক্ত হয় কেন?

ক. পিসির আচরণে

খ. কৈলাশের গড়িমসিতে

গ. বাহকের কথায়

ঘ. জগুর কথা শুনে

১২. ফিকির বলতে কী বোঝায়?

ক. কৌশল খ. উদ্দেশ্য

গ. ফাঁকিবাজ ঘ. ফকির

১৩. বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে যায়?

ক. বাহকদের খ. কৈলাশের

গ. জগুর ঘ. যুবকটির

১৪. মাসি-পিসি জলে কী ভিজিয়ে রাখে?

ক. কাঁথাকম্বল খ. পুরোনো বালিশ

গ. ছেঁড়া কাপড় ঘ. কাঁথা-বালিশ

১৫. ‘মাসি-পিসি’ গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে কোনটি?

ক. মাসি-পিসির কর্মদক্ষতা

খ. তাদের বুদ্ধিদীপ্ত চেতনা

গ. মাসি-পিসির সরলতা

ঘ. মাতৃত্বের মহিমা

উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পিতৃমাতৃহীন মিতু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে ফুপুর কাছে। গ্রামের উঠতি যুবকের দৃষ্টি পড়ে মিতুর ওপর। কিন্তু ফুপু সব প্রতিবন্ধকতা কাটিয়ে মিতুকে লালসা-উন্মত্ত লোকদের হাত থেকে আগলে রাখেন।

১৬. উদ্দীপকের মিতু তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. মাতিলদা খ. আহ্লাদি

গ. দিগম্বরী ঘ. কল্যাণী

১৭. উদ্দীপকের ফুপুর মধ্যে মাসি-পিসি চরিত্রের যে দিকটি ইঙ্গিতবহ হয়েছে—

i. মমত্ববোধ

ii. দায়িত্ববোধ

iii. আত্মসচেতন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. আহ্লাদি কান পেতে রাখে কেন?

ক. মাসির ইশারায়

খ. কৈলাশের কথা শুনতে

গ. জগুর কথা মনে পড়ায়

ঘ. পিসির কথা শুনতে

১৯. মাসি-পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কী?

ক. অর্থ উপার্জন

খ. দুজনই আশ্রিত

গ. একসঙ্গে ব্যবসা করে

ঘ. আহ্লাদির দায়িত্ব পড়ায়

২০. কৈলাশের প্রতিবাদের অন্তরালে মূলত কী লুকিয়ে আছে?

ক. ভন্ডামি খ. শঠতা

গ. মিথ্যাচার ঘ. সরলতা

সঠিক উত্তর

মাসি-পিসি: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.গ

উপরের প্রশ্নগুলো ‘মাসি-পিসি’ গল্পের মূল বিষয়বস্তু ও চরিত্রসমূহের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

এই ভিডিওতে গল্পের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে।

Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *