Classification of Noun

সহজ উপায়ে Classification of Noun সম্পর্কে বিস্তর আলোচনা

Classification of Noun

Noun: যে শব্দ দ্ধারা কোনো ব্যক্তি, বস্তু, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, স্থান, গুণ বা কোনো ঘটনার নাম বোঝায়, তাকে Noun অথবা নাম বলে।
অর্থাৎ, Noun মানেই কোনো কিছুর নাম।

যেমন:
• মানুষের নাম- Mahfuj, Amin, Tahsin, Farhad, Kawser etc.
• দেশের নাম- Bangladesh, India, Japan etc.
• শ্রেণী বা গোত্রের নাম- Man, Woman, Lion, Tree etc.
• বস্তু বা পদার্থের নাম- Water, Wood, Gold etc.
• ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম- Honesty, Love, Happiness, Education etc.
• কোনো কাজের নাম- Swimming, Traveling, Direction etc.
• পঠিত বিষয়ের নাম- Bangla, English, Mathematics, Physics, Sociology, Psychology etc.

আবার,
i. Karim reads a book. (করিম একটি বই পড়ে)
এখানে Noun হচ্ছে-
• Karim -ব্যক্তির নাম
• Book -বস্তুর নাম

ii. Beauty charms all. (সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে)
এখানে Noun হচ্ছে-
• Beauty -একটি গুণের নাম

iii. Gold is a precious metal. (সোনা মূল্যবান ধাতু)
এখানে Noun কোনটি? (কমেন্ট বক্সে জানাও)

Classification of Noun

Noun প্রধানত দুই প্রকার:

  1. Concrete Noun বা কনক্রীট নাউন
  2. Abstract Noun বা অ্যাবস্ট্র‍্যাক্ট নাউন

Concrete Noun : যে সব Noun ধরা বা স্পর্শ করা যায়, তাদেরকে Concrete Noun বলে। যেমন,
i. Gold is useful metal. (সোনা হলো একটি উপকারী ধাতু)
ii. Computer is a useful device. (কম্পিউটার হলো একটি উপকারী যন্ত্র)

Note : উপরের উদাহরণের মোটা হরফে উল্লেখিত Gold (স্বর্ণ), Computer (কম্পিউটার) তুমি ধরতে বা স্পর্শ করতে করবে। তাই যেগুলো ধরা বা স্পর্শ বা বাস্তবে দেখা যায়, সেগুলোই Concrete Noun.
উদাহরণ : Tree (গাছ), Baby (শিশু), Elephant (হাতি), Water (পানি), Flower (ফুল) ইত্যাদি।

Concrete Noun চার প্রকার:

  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun

অজানা কথা:
তাহলে এবার বলতো noun সর্বমোট কত প্রকার?
(a) ৪ প্রকার
(b) ৫ প্রকার
(c) ৬ প্রকার
(d) ২ প্রকার

Noun সর্বমোট ৫ প্রকার। কিভাবে ৫ প্রকার হলো চলো তা জেনে নিই।

সঠিক উত্তর :
Noun প্রধানত ২ প্রকার। যেমন, i. Concrete আর Abstract. আবার Concrete Noun ৪ প্রকার। তাহলে Concrete Noun ৪ প্রকার এবং Abstract Noun. সবমিলিয়ে Noun সর্বমোট ৫ প্রকার।

Noun এর প্রকার সমূহ নিয়ে বিস্তারিত কথা

Proper Noun :
Proper noun কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব/নির্দিষ্ট (specific) নাম বোঝায়।

For example:
ব্যক্তির নাম- Rana, Rafi, Ashik
দেশের নাম- Bangladesh, India, Japan
স্থানের নাম- Panipath, Rajshahi, Dhaka
কোনো কিছুর নিজস্ব নাম- Gitanjali, Kobor, Devdas (এইগুলো সাহিত্যকর্ম)
মাসের নাম ও দিনের নাম- January, February, Sunday, Friday etc.

Classification of Noun

লক্ষনীয়, উপরের প্রতিটি noun দ্বারা specific বা নির্দিষ্ট করে noun (নাম বাচক) শব্দ কে বোঝানো হচ্ছে।

অজানা কথা:
i. Proper noun এর শুরুর letter সর্বদাই capital letter (বড় হাতের অক্ষর) হয়।
ii. The + proper noun = Common Noun
যেমন: Nazrul is the Byron of Bangladesh. (“The Byron” একটি common noun)
(কবি নজরুল কে বাংলাদেশের বাইরন বলা হয়)

Common Noun :
কোনো গোত্র বা শ্রেণীর সাধারন নাম। Common noun কে generic বা জাতিবাচক noun বলে।

For example :
Teacher- যা দ্বারা অনির্দিষ্ট সকল “শিক্ষককে” বোঝানো যায়।
Student- যা দ্বারা অনির্দিষ্ট সকল “ছাত্র/ছাত্রীকে” বোঝানো যায়।
Boy- যা দ্বারা অনির্দিষ্ট সকল “ছেলেকে” বোঝানো যায়।
Girl- যা দ্বারা অনির্দিষ্ট সকল “মেয়েকে” বোঝানো যায়।
Nurse- যা দ্বারা অনির্দিষ্ট সকল “সেবিকাকে” বোঝানো যায়।
Poet- যা দ্বারা অনির্দিষ্ট সকল “কবিকে” বোঝানো যায়।
River- যা দ্বারা অনির্দিষ্ট সকল “নদীকে” বোঝানো যায়।
Doctor- যা দ্বারা অনির্দিষ্ট সকল “ডাক্তারকে” বোঝানো যায়।

লক্ষ্যণীয়, common noun -এর ক্ষেত্রে “অনির্দিষ্ট সকল” কথাটা সর্বদাই গুরুত্ব পাবে।

Common Noun এবং Proper Noun সম্পর্কে পূর্ণ ধারনা পেতে আর কিছু উদাহরন:

Common Noun :
Man
Poet
Ocean
Country
Building

Proper Noun :
Rana, Matin, Robin
Kazi Nazrul Islam, John Keats, Lord Byron
Pacific Ocean, Atlantic Ocean
Bangladesh, Australia
Burj Khalifa, Princess Tower

অজানা কথা:
i. Common noun যদি Proper noun এর পূর্বে বসে, তাহলে উভয় noun ই “capital letter” দিয়ে শুরু হয়। যেমন: I wanted to speak to Doctor Abtahee.
ii. Common noun কোনো sentence এ একা বসে না। হয় সে determiner/ article নিয়ে বসবে, নতুবা Common noun টি plural হবে।

Classification of Noun

For example :
• I know the boy. → article + singular common noun “boy”
• I like the teacher. → article + singular common noun “teacher”
• I appreciate the poet. → article + singular common noun “poet”
• সাবধান! এই sentence গুলোকে যে ভাবে লিখা যাবে না:
× I know boy.
× I like teacher.
× I appreciate poet.

তবে, এই sentence গুলোকে এভাবে লিখা যেতে পারে:

√ I know boys. → “boys” plural হওয়ায় কোন determiner হলো না
√ I like teachers. → “teachers” plural হওয়ায় কোন determiner হলো না
√ I appreciate poets. → “poets” plural হওয়ায় কোন determiner হলো না

Collective Noun :
যে Noun একই ধরনের ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন :

Collective Noun মূলত নিচে উল্লেখিত group গুলোকে বোঝায় :
Herd- A group of herbivore(তৃনভোজী) animals.
Flock- A group of birds.
Swarm- A group of canine (ইতর/কুকুরসম) insects.
Shoal- A group of fish Crowd- a group of people.
Staff- A group of people who work in the same place.
Board- A group of professional people.
Series- A type of move, drama, book episode.

For example:
Cattle (গবাদি পশুর পাল)- অনেক পশুর সমন্বয়ে বা সমষ্টিতে cattle তৈরী হয়।
Shoal (মাছের ঝাঁক)- অনেক মাছের সমন্বয়ে বা সমষ্টিতে shoal তৈরী হয়।
Class (শ্রেণী)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে class গঠিত হয়।
Audience (দর্শক)- অনেকের সমন্বয় বা সমষ্টিকে audience বলে।
Mass (জনসাধারন)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে mass গঠিত হয়।
Jury (বিচারকবৃন্দের দল)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে jury বোর্ড গঠিত হয়।
Committee (সমিতি)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে committee নির্বাচিত হয়।
Crowd (জনতা)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে crowd তৈরী হয়।
Government (সরকার)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে government গঠিত হয়।
Police (পুলিশ)- অনেকের সমন্বয়ে বা সমষ্টিতে police বাহিনী গঠিত হয়।

লক্ষ্যণীয়, Collective noun-এর ক্ষেত্রে “সমষ্টি” কথাটা সর্বদাই গুরুত্ব পাবে। অজানা কথা:

Collective noun + verb (singular) হবে।

Classification of Noun

Noun of Multitude :
Collective noun কোন কারণে ভাগ/পৃথক হয়ে ভিন্ন অর্থ দিলে তাকে Noun of Multitude বলে।

For example :
a) The jury is giving its opinion. (The jury → collective noun)
b) The jury are giving their opinions. (The jury → noun of multitude)
লক্ষ্যণীয়, a -নং example এ “The jury” একটি collective noun আর b না example এ “The jury” কে Noun of Multitude বলা হচ্ছে। কারন, এই বাকে মতামতের (opinions) ভিন্নতা প্রকাশ হয়েছে।

Material Noun :
বস্তুবাচক noun, যা দ্বারা কোনো বস্তু (material), কোনো উপাদান (substance) বা কোনো মিশ্রধাতু (alloy) কে বোঝায়।

For example :
প্রকৃতি থেকে প্রাপ্ত material noun : sand, water, gold, silver, copper, calcium, bronze, steel, silicon, rock, sunlight, rain, salt etc.
প্রাণী থেকে প্রাপ্ত material noun : honey, milk, leather, egg, meat, wool etc.
উদ্ভীদ থেকে প্রাপ্ত material noun: oil, wood, jute, coffee, medicine, rubber, tea, cotton etc.

অজানা কথা:
i. Material noun, subject হলে verb সর্বদাই singular হয়।
ii. Material noun এর পূর্বে সাধারনত article বসে না। তবে নির্দিষ্ট অর্থে preposition “of, with” থাকলে material noun এর পূর্বে the বসে।

For example:
a) Water is very clear. (পানি খুব পরিষ্কার)
b) Ring has been stolen. (আংটি চুরি হয়েছে)
c) The water of this jar is very pure.
d) The ring of your hand looks regal (রাজকীয়).

লক্ষ্যণীয়, a -নং এবং b -নং বাক্যে “water, ring” শব্দ দুটি material noun হওয়ায় verb singular “is এবং has” হয়েছে। এবং এগুলোর পূর্বে কোন determiner বসেনি।

তবে, c -নং এবং d -নং বাক্যে of থাকায় “নির্দিষ্ট” অর্থে the + material noun | (water এবং ring) হয়েছে।

Abstract noun :
যে noun কে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায়।

Classification of Noun

Abstract noun এর শেষে সাধারণত যে suffix গুলো বেশি দেখা যায় :
tion, ism, ity, ment, ness, age, ance, ence, ship, acy etc. যেমন:
Discussion, Nationalism, Dignity, Movement, Breakage, Ignorance, Innocence, friendship, accuracy.

Common Abstract Nouns :
ইংরেজিতে সাধারণত যে abstract noun গুলো বারবার চোখে পড়ে :

  • Emotions / Feelings (আবেগ-অনুভূতি প্রকাশক abstract noun):
    Peace-শান্তি; Love-ভালোবাসা; Hate-ঘৃণা; Ego-আত্ম অহংকার; Anger-রাগ; Sympathy-সহানুভূতি; Pride-গর্ব
  • States/Attributes (বিভিন্ন অবস্থা পরিস্থিতি এবং বিশেষ গুণবাচক abstract noun):
    Honesty-সততা; Beauty-সৌন্দর্য; Success-সাফল্য; Courage-সাহস; Bravery সাহস; Loyalty-আনুগত্য: Integrity-সততা; Compassion-সমবেদনা; Charity দানশীলতা; Skill-দক্ষতা; Brilliance-প্রতিভা; Misery-দুর্দশা; Deceit-প্রতারণা; Pain-ব্যাথা
  • Idea/Concept/Ideals (বিভিন্ন ধারণা ও আদর্শমূলক abstract noun):
    Dedication-উৎসর্গ; Dream-স্বপ্ন; Belief-বিশ্বাস; Liberty-স্বাধীনতা; Justice-বিচার; Truth-সত্য; Faith-বিশ্বাস; Information-তথ্য; Culture-সংস্কৃতি; Trust আস্থা; Knowledge-জ্ঞান; Thought-চিন্তাধারা
  • Movement/Events (বিভিন্ন ঘটনা সম্পর্কিত abstract noun):
    Education-শিক্ষা; Leisure-অবসর; Friendship-বন্ধুত্ব; Progress-উন্নতি; Hospitality-আতিথেয়তা; Relaxation-বিনোদন; Trouble-কষ্ট

লক্ষণীয়, উপরে যতগুলো noun শব্দের উল্লেখ করা হয়েছে, সবগুলোই অনুধাবনযোগ্য noun, এগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এজন্যই এই noun গুলোকে abstract noun বলে।

Concrete noun এবং Abstract noun যেহেতু noun এর প্রধান দুটি প্রকার। সেই জন্য তুলনামূলক পার্থক্য দেখে নেওয়া যেতে পারে।

অজানা কথা:

  1. Abstract noun বাক্যের subject হলে verb হয় singular :
    যেমন : Success means achieving something.
  2. Abstract noun এর pronoun “It” হয়। যেমন : Success means achieving something. It applies to a person.
  3. বেশিরভাগ Abstract noun গুলো uncountable noun হওয়ায়, এই noun গুলোর পূর্বে সাধারণত সংখ্যাবাচক determiner বসে না।
    যেমন:
    Incorrect: I need two success.
    Correct: I need success.
    Incorrect: They have lost first energy. Correct: They have lost energy.
  4. কিছু Adjective word, Verb word এবং Common noun থেকেও abstract noun গঠিত হয়:
    যেমন:

Adjective :
Free- বিনামূল্যে
Healthy- স্বাস্থ্যকর
Long- দীর্ঘ
Kind- দয়ালু
Strong- শক্তিশালী
Ill- অসুস্থ

Abstract noun :
Freedom – স্বাধীনতা
Health – স্বাস্থ্য
Length- দৈর্ঘ্য
Kindness- দয়া
Strength- শক্তি
Illness- অসুস্থতা

Verb :
Advise- উপদেশ দেওয়া
Behave- আচরণ করা
Laugh- হাসা
Think – ভাবা
Lose- হারানো
Obey – মান্য করা

Abstract noun :
Advice- উপদেশ
Behaviour(British) / Behavior(American)- আচরণ
Laughter- হাসি
Thought- ভাবনা
Loss- ক্ষতি
Obedience- আনুগত্য

Common noun :
Friend- বন্ধু
Mother-মা
Member- সদস্য
Patriot – দেশপ্রেমিক
Neighbour- প্রতিবেশী

Abstract noun :
Friendship- বন্ধুত্ব
Motherhood- মাতৃত্ব
Membership- সদস্যতা
Patriotism- দেশপ্রেম
Neighbourhood- প্রতিবেশী

Classification of Noun

Noun নিয়ে আরও কথা

Abstract noun যখন Common noun হয় :
“The + abstract noun + of —“এই ক্ষেত্রে abstract noun টি common noun হয়।

For example:
The kindness of you makes me joyful.
The honesty of the man is praiseworthy (প্রশংসনীয়).
লক্ষ্যণীয়, উপরের বাক্যতে “kindness ও honesty” শব্দ দুইটি Common noun হয়েছে, কেননা, শব্দ দুটির পরে “of” বসে কোন একজন ব্যক্তির সাধারন গুনাবলি “নির্দিষ্টভাবে” প্রকাশ করেছে।

Common noun যখন Abstract noun হয় :
“The + common noun + in—” এই ক্ষেত্রে common noun টি abstract noun হয়।

For example :
I appreciated her to see the mother in her. (the mother in her = মাতৃত্ব)
The father in him impressed me very much. (The father in him = পিতৃত্ব)
লক্ষ্যণীয়, উপরের দুটি বাক্যতে “mother ও father” শব্দ দুইটি abstract noun, কেননা শব্দ দুটির পরে “in” আছে এবং ধরা যায়না/ছোঁয়া যায় না “মাতৃত্ব বা পিতৃত্ব” এমন গুনাবলী বোঝাচ্ছে।

তথ্য সংগ্রহে :
• NEED
• PASSPORT TO গ্রামার

5 Comments

  1. Nice content……

    I’m Sarwar Hossain. I’m a creative graphic designer and social media expert. If you want I can help you for improving your business website and social media.

  2. Raju Akanda

    প্রতিটা পার্টের আলোচনা আছে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *