Classification of Noun in Bangla (countable and uncountable)

Countable and Uncountable Nouns

গণনার ভিত্তিতে noun কে দুই ভাগে ভাগ করা হয় :

  1. Countable noun (গণনাযোগ্য বিশেষ্য)
  2. Uncountable noun (গণনা অযোগ্য বিশেষ্য)

• Countable Noun:
যে noun গুলোকে গণনা করা যায়, সে গুলোকে বলা হয় countable noun.

Countable Noun Examples:
Pen, table, mobile, cat, cow etc.
উপরের noun গুলোকে যেহেতু গণনা করা যায়, তাই এভাবে বলা যেতে পারে :
A pen, two pens, pens = একটি কলম, দুইটি কলম, কলম গুলো
A table, two tables, tables = একটি টেবিল, দুইটি টেবিল, টেবিল গুলো
A mobile, two mobiles, mobiles গুলো = একটি মোবাইল, দুইটি মোবাইল, মোবাইল
A cat, two cats, cats = একটি বিড়াল, দুইটি বিড়াল, বিড়াল গুলো
A cow, two cows, cows = একটি গরু, দুইটি গরু, গরু গুলো

• Uncountable Noun:
যে noun গুলোকে গণনা করা যায় না, সে গুলোকে বলা হয় uncountable noun.

Uncountable Noun Examples:
Information-তথ্য; Dirt-ময়লা; Rice-চাউল; Hair-চুল etc.
লক্ষণীয়, উপরের noun গুলোকে কোনভাবে গণনা করা যায় না, চাইলে এগুলোকে কখনো একটি-দুটি বলা যায় না।

Countable and Uncountable Nouns -এর মূল কথা :
Countable noun “Singular” এবং “Plural” উভয়ই হতে পারে। অন্যদিকে, Uncountable noun সর্বদাই “singular” হিসেবে ব্যবহার হয়।

ইংরেজি পড়তে গেলেই যে uncountable noun গুলো বারবার চোখে পড়বে :
Advice-উপদেশ; courage-সাহস; Equipment-উপকরণ; Permission অনুমতি; Patience-ধৈর্য্য; Music-সঙ্গীত; Scenery-দৃশ্য; Knowledge-জ্ঞান; Information-তথ্য; Leisure-অবসর; Money-টাকা; News-সংবাদ; Accommodation-থাকার জায়গা; Decision-সিদ্ধান্ত; Soap-সাবান etc.

উল্লেখিত uncountable noun সমূহকে বিশেষ phrase ব্যবহার করার মাধ্যমে countable করা যায়:

CamScanner 07 02 2022 18.50 1

লক্ষণীয়, uncountable noun টি কিন্তু plural হয়নি, বরং আগের অংশটি (phrase) plural হয়েছে।

অজানা কথা:

নিম্নে উল্লেখিত ৮ ধরনের শব্দ সমূহ uncountable noun এর অন্তর্ভুক্ত :

  1. Liquids (তরল বস্তু): Milk, water, oil etc.
  2. Abstract ideas (অনুমেয় বিষয়): Advice, motivation, information, decision etc.
  3. Powder and grain (গুঁড়া এবং শস্য): Rice, sand, wheat etc.
  4. Mass nouns (জনসাধারণের সাথে সম্পৃক্ত): Furniture, transportation, hair etc.
  5. Natural phenomena (প্রাকৃতিক ঘটনা): Sunshine, snow, rain, weather etc.
  6. State of being (নিজ সত্তার অবস্থা): Sleep, stress, childhood etc.
  7. Feelings (অনুভূতি সমূহ): Anger, happiness, enthusiasm etc
  8. Gas (গ্যাস): Oxygen, air etc.

Countable and Uncountable Nouns নিয়ে তুলনামূলক বিশ্লেষণ

Countable এবং uncountable noun নিয়ে যত রকমের জটিলতা রয়েছে, এই চারটি rules জানার মাধ্যমে তা দূর হবে।

CamScanner 07 02 2022 18.50 2
CamScanner 07 02 2022 18.50 3
CamScanner 07 02 2022 18.50 4
CamScanner 07 02 2022 18.50 5

Uncountable noun ‘article’ যোগে countable অথবা plural হিসেবে ব্যবহার করলে তার অর্থের পরিবর্তন হয়। যেমন:

CamScanner 07 02 2022 18.50 6

একটি বিষয় লক্ষ্য করো:
I have agreement with you. = তোমার সাথে আমার চুক্তি আছে।
I have kept an agreement. = আমি একটি নথিপত্র মজুদ রেখেছি।
I have many agreements. = আমার কাছে অনেক নথিপত্র আছে।

লক্ষণীয়, বুঝতে ভুল হলে বা জানার মাঝে ঘাটতি থাকলে এমনটি মনে হতে পারে, ‘Agreement’ যেহেতু uncountable noun তাই এর পূর্বে কোনো ভাবেই article দেওয়া যাবে না এবং এটিকে plural করা যাবে না। কিন্তু না, এগুলোর পূর্বে “article” ব্যবহার করা যাবে এবং noun -টিকে plural করা যেতে পারে, তবে অর্থের পরিবর্তন হবে।

Uncountable noun -এর ব্যতিক্রমধর্মী ব্যবহার:

Room :
I need a room in your house. = এখানে ‘room’ একটি countable noun (তোমার বাড়িতে আমার একটি কক্ষ দরকার)
There is no room for you in this house. = এখানে ‘room’ একটি uncountable noun (এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই)
Hair :
I have noticed a hair in this soup. = এখানে ‘hair’ একটি countable noun (এই স্যুপের ভেতরে আমি একটি চুল লক্ষ্য করেছি)
A lot of hair falls out every day. = এখানে ‘hair’ একটি uncountable noun (প্রতিদিন প্রচুর চুল ঝরে যায়)
My Business :
He has started a new business. = এখানে ‘business’ একটি countable noun (সে একটি নতুন ব্যবসা শুরু করেছে)
He is going to London for business. = এখানে ‘business’ একটি uncountable noun (ব্যবসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন)

যে কোন Noun চেনার কিছু চিহ্ন (suffix):
ty, al, cy, ance, ence, ant, ent, tion, sion, ment, ties, hood, ism, dom ness, age, ee, er, or, y etc.

For example:
electricity, arrival, advocacy, elegance, difference, obedient, mention, possession, appointment, activities, childhood, nationalism, kindness, breakage, employee, painter, actor, jealousy etc.
লক্ষ্যণীয়, উপরের word গুলোর শেষে underline করা suffix সমূহ প্রমাণ করে যে শব্দগুলো noun.

Noun চেনার কিছু চিহ্ন (prefix):
co,sub,auto,anti,mis etc.
For example :
co-founder, subdivision, autobiography, anticlimax, misdeed etc.

লক্ষ্যণীয়, উপরের word গুলোর শুরুতে underline করা prefix সমূহ প্রমাণ করে যে শব্দগুলো noun.

অজানা কথা:
i. Prefix শব্দটি noun, যার plural form ‘Prefixes’
ii. Misfortune- দুভার্গ্য (noun), কিন্তু Unfortunate- দূ:খজনক ও দুর্ভাগ্য (adjective & noun)

Countable and Uncountable Nouns Exercise

i. নিচের Sentence গুলোতে কোনটি কোন Noun তা নির্ণয় কর:
a. The cat is a useful animal.
b. Jute is called the golden fibre.
c. Gold is valuable.
d. Karim should not hanker after money.
e. The Quran is our holy book.
f. The honesty is best policy.

ii. নিচের Word গুলো কোনটি কোন Noun তা নির্ণয় কর:
Hasan, Rajib, Dhaka, Kindness, Group, Water, Baby, Sorrow, Oil, Jury, Fleet, Pen, Army, Cat, library, Childhood, Queen, Committee, Iron, Silver, Rose, Flower, Table, Chair, Man, Women, Flock, Team, Blindness, Child, King, Monk, death, America, Happiness, Senate.

Answer :
i. Countable and Uncountable Nouns
a. Cat, Animal -countable/common
b. Jute -proper, Fibre -uncountable
c. Gold -uncountable/material
d. Money -uncountable, Karim -proper
e. Quran -proper, Book -countable/common
f. Honesty -abstract

ii. Countable and Uncountable Nouns
Hasan -proper
Rajib -proper
Dhaka -proper
Kind -common
Group -collective
Gold -uncountable; material
Baby -common
Sorrow -abstract
Oil -material
Jury -collective
Fleet -collective
Pen -common
Army -collective
Cat -common
Library -common
Childhood -abstract
Queen -common
Committee -collective
Iron -material
Silver -material
Rose -common
Flower -common
Table -common; countable
Chair -common; countable
Man -common
Women -common
Flock -collective
Team -collective
Blindness -abstract
Child -common
King -common
Monk -common
Death -abstract
America -proper
Happiness -abstract
Senate -collective

তথ্য সংগ্রহে :
NEED
Passport to গ্রামার

Leave a Comment