Load Shedding

Paragraph: Load Shedding (Bangla meaning)

a. What do you mean by load shedding?
b. When does it occur?
c. Which problems does it cause?
d. Which are the losses of load-shedding?
e. What should we do to save us from load shedding?

Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট)

Load shedding means the discontinuation of supply of electricity. Load-shedding occurs when generation of power is less than the demand. It also occurs for unplanned distribution of electricity. Lond-shedding creates various problems in our everyday life. Houses mills, factories, industries, shops, hospitals, all fall a victim to it. Domestic life becomes painful. The housewives grope in the darkness in the kitchen. The students cannot give attention to their studies due to load-shedding. Operations in the hospitals are stopped. The patients also suffer terribly for load-shedding. The foods kept in the refrigerators get rotten. Load-shedding causes an irreparable loss to the country. Government should take immediate steps to stop load-shedding. Besides, all concerned must join their hands to make the people free from the curse of load-shedding.

Read → Bangladesh
Read → Dowry System

বঙ্গানুবাদ : বিদ্যুৎ বিভ্রাট হলো চলমানহীন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভ্রাট তখন ঘটে যখন চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকে। এটা অপরিকল্পিত বিদ্যুৎ বিতরণের জন্যও ঘটে। বিদ্যুৎ-বিভ্রাট আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। বাড়ি, কলকারখানা, শিল্পকারখানা, দোকান, হাসপাতাল সবই এটার শিকার হয়। গৃহস্থালি জীবনযাপন যন্ত্রণাদায়ক হয়ে উঠে। গৃহিণীরা রান্নাঘরে অন্ধকারে আবদ্ধ হয়। বিদ্যুৎ-বিভ্রাটের ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। হাসপাতালের অস্ত্রপচার বন্ধ থাকে। রোগীরা বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মারাত্মক ভোগান্তির শিকার হয়, রেফ্রিজারেটরে যেসব খাবার রাখা হয় সেগুলো পড়ে যায়। বিদ্যুৎ-বিভ্রটি দেশের জন্য অপূরণীয় ক্ষতি করে। বিদ্যুৎ বিভ্রাট রোধে সরকারের আশু পদক্ষেপ নেয়া দরকার। উপরন্তু, সংশ্লিষ্ট সবাই হাতে হাত মিলিয়ে বিদ্যুৎ-বিভ্রাটের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *