Load Shedding

Paragraph: Load Shedding (Bangla meaning)

Posted on

a. What do you mean by load shedding?
b. When does it occur?
c. Which problems does it cause?
d. Which are the losses of load-shedding?
e. What should we do to save us from load shedding?

Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট)

Load shedding means the discontinuation of supply of electricity. Load-shedding occurs when generation of power is less than the demand. It also occurs for unplanned distribution of electricity. Lond-shedding creates various problems in our everyday life. Houses mills, factories, industries, shops, hospitals, all fall a victim to it. Domestic life becomes painful. The housewives grope in the darkness in the kitchen. The students cannot give attention to their studies due to load-shedding. Operations in the hospitals are stopped. The patients also suffer terribly for load-shedding. The foods kept in the refrigerators get rotten. Load-shedding causes an irreparable loss to the country. Government should take immediate steps to stop load-shedding. Besides, all concerned must join their hands to make the people free from the curse of load-shedding.

Read → Bangladesh
Read → Dowry System

বঙ্গানুবাদ : বিদ্যুৎ বিভ্রাট হলো চলমানহীন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভ্রাট তখন ঘটে যখন চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকে। এটা অপরিকল্পিত বিদ্যুৎ বিতরণের জন্যও ঘটে। বিদ্যুৎ-বিভ্রাট আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। বাড়ি, কলকারখানা, শিল্পকারখানা, দোকান, হাসপাতাল সবই এটার শিকার হয়। গৃহস্থালি জীবনযাপন যন্ত্রণাদায়ক হয়ে উঠে। গৃহিণীরা রান্নাঘরে অন্ধকারে আবদ্ধ হয়। বিদ্যুৎ-বিভ্রাটের ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। হাসপাতালের অস্ত্রপচার বন্ধ থাকে। রোগীরা বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মারাত্মক ভোগান্তির শিকার হয়, রেফ্রিজারেটরে যেসব খাবার রাখা হয় সেগুলো পড়ে যায়। বিদ্যুৎ-বিভ্রটি দেশের জন্য অপূরণীয় ক্ষতি করে। বিদ্যুৎ বিভ্রাট রোধে সরকারের আশু পদক্ষেপ নেয়া দরকার। উপরন্তু, সংশ্লিষ্ট সবাই হাতে হাত মিলিয়ে বিদ্যুৎ-বিভ্রাটের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতে হবে।

Gravatar Image
StudyOurs: Your Gateway to Collaborative Learning and Growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *