My family

Paragraph: Family or My Family (Bangla meaning)

a. What do you know about a family?
b. How many members are there in your family?
c. What do your parents do?
d. Do your grandparents live with you?
e. What do the other members of your family do?
f. How do you feel living in your family?

Family or Your Family or My Family (পরিবার বা তোমার পরিবার বা আমার পরিবার)

There are two types of family. One is nuclear family and another is extended family. I am a member of a nuclear family. There are five members in my family. We are two brothers. Another three are my parents and my grandmother. I am the second son of my parents. My elder brother is a student of Rajshahi University. I am now in class xii. Both of my parents are service holders. My mother is a primary school teacher and my father is a banker. Since my mother works outside, I have to do some household chores. We, all are very co-operative minded in our family. When my brother comes home at vacation, our family members become over joyous and celebrate a festive occasion. My grandmother is a very interesting woman. I spend some of my leisure time gossiping with her. I like my family very much. When ever I face any problem, I find my family beside me. Above all, a family is a giver of shelter, education, love and affection for a human being.

Paragraph : Female Education
Paragraph : A Moonlit Night

বঙ্গানুবাদ : দুই ধরনের পরিবার আছে। একটি হচ্ছে একক পরিবার অন্যটি হলো যৌথ পরিবার। আমি একক পরিবারের একজন সদস্য। আমার পরিবারে পাঁচজন সদস্য আছে। আমরা দুই ভাই। অন্য তিনজন হলো আমার মাতা-পিতা এবং আমার দিদিমা। আমি আমার পিতামাতার দ্বিতীয় পুত্র। আমার বড় ভাই রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের ছাত্র। আমি দ্বাদশ শ্রেণির ছাত্র। আমার মাতা-পিতা দুজনেই চাকরিজীবী। আমার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা ব্যাংকের কর্মকর্তা। আমার মা যখন বাইরে কাজ করেন তখন আমি গৃহস্থালির কাজকর্ম করি। আমাদের পরিবারের সকলে আমরা সহযোগীমনা। যখন ছুটিতে আমার ভাই বাড়িতে আসেন আমার পরিবারের সদস্যরা অতি আনন্দিত হয় এবং উৎসবমুখর দিন পালন করে। আমার দিদিমা খুব মজাদার মহিলা। আমার অবসরের কিছু সময় তার সাথে গল্পগুজব করে কাটাই। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। যখন আমি কোন সমস্যার সম্মুখীন হই তখন আমি আমার পরিবারকে কাছে পাই। সর্বোপরি একটি পরিবার মানুষকে আশ্রয়, শিক্ষা, স্নেহ ও ভালোবাসা দেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *