Paragraph: Female Education (Bangla meaning)

a. What is the condition of female education in our country?
b. What are the barriers on the way of female education?
c. What are the reasons behind these barriers?
d. Why is female education important?
e. How can these problems be solved?

Female Education (নারী শিক্ষা)

Education is one of the basic needs of human beings. There should be no discrimination in this regard. But female education faces many hurdles. Traditional belief is one of them. It is held that women are inferior to men. Some religious belief is another hurdle on the way of female education. Some religious communities believe that it is a great sin to let women go out. So, girls of these communities are being deprived of education. The importance of female education is great. We know that home is the best school in the world and a mother is the best teacher of the school. So, a woman must be educated. Or, she will not be able to bring up children properly. Besides, an uneducated woman is a burden to her family. She cannot do her duties properly. She cannot adjust herself with an educated husband. Now, they have proved their worth. Now, they are politicians, doctors, teachers, engineers, pilots and what not. So, there should not be any discrimination in this regard. It will be inhuman if women are deprived of education. We should change our outlook towards women. Early marriage should be stopped. Religious misinterpretation should be stopped. Public awareness should be risen. The Government should try to remove all the hurdles on the way of female education.

Read Now > Gender Discrimination or Disparity

বঙ্গানুবাদ : শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি। এক্ষেত্রে কোন বৈষম্য থাকা উচিত নয়। কিন্তু নারী শিক্ষা অনেক বাধার সম্মুখীন। সনাতন বিশ্বাস এদের অন্যতম। ধারণা করা হয় যে, নারীরা পুরুষদের চেয়ে নিকৃষ্ট। নারী শিক্ষার পথে ধর্মীয় বিশ্বাস একটি বড় বাধা। কিছু ধর্মীয় সম্প্রদায় বিশ্বাস করে যে, মেয়েদের বাইরে যেতে দেয়া বড় পাপ। তাই এসব সম্প্রদায়ের মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। নারী শিক্ষার গুরুত্ব অনেক বড়। আমরা জানি যে, বাড়ি হচ্ছে সবচেয়ে ভালো বিদ্যালয় এবং একজন মা হচ্ছেন ভালো শিক্ষিকা। তাই একজন মেয়েকে অবশ্যই শিক্ষিত হতে হবে। নতুবা, সে তার সন্তানদের সঠিকভাবে লালনপালন করতে পারবে না। তাছাড়া একজন অশিক্ষিত মেয়ে পরিবারের জন্য বোঝা। সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। সে শিক্ষিত স্বামীর সাথে খাপখাওয়াতে পারে না। তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে। আজকাল তারা রাজনীতিবিদ, ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, পাইলট আরো কত কিছুই হচ্ছে। তাই এক্ষেত্রে কোন বৈষম্য থাকা উচিত নয়। এটি অমানবিক হবে যদি মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। আমাদের উচিত নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। বাল্যবিবাহ বন্ধ করা উচিত। ধর্মীয় অপব্যাখ্যা বন্ধ করা উচিত। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের উচিত নারী শিক্ষার পথে সব বাধা দূর করা।

Leave a Comment