এসএসসি রুটিন ২০২৫ – SSC Routine 2025
এসএসসি রুটিন ২০২৫ – SSC Routine 2025 has been published officially by the education board of Bangladesh. The routine has been given in this article below: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ইং রোজ সোমবার ২০২৫ সালের চলমান এসএসসি পরীক্ষার রুটিন অর্থাৎ SSC Routine 2025 প্রকাশিত হয়েছে। সকল বোর্ডের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। চলতি বছরের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল বাংলা-১ম পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবং শেষ ১৩ মে। তারপর পর্যায়ক্রমে ২৪ মে থেকে ৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সময়সূচি ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সময়সূচি পাওয়া যাবে।
এসএসসি রুটিন ২০২৫ – SSC Routine 2025
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল ২০২৫ তারিখে এবং শেষ হবে ১৩ মে ২০২৫ তারিখে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- Check More: HSC Routine 2025
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর মো: আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে SSC Routine 2025 অর্থাৎ ২০২5 সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়।
Paragraph : Gender Discrimination or Disparity (Bangla meaning)
Paragraph : Book Fair (Bangla meaning)
প্রকাশিত রুটিন লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি পরিক্ষা সকাল বেলা অর্থাৎ ১০:০০ থেকে শুরু হয়ে দুপুর ১:০০ এ শেষ হবে। এই পরীক্ষায় বিকেলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ তিন ঘন্টার মধ্যে ২০ মিনিটে এমসিকিউ পরীক্ষা এবং বাকি ১ ঘণ্টা ৪০ মিনিটে রচনামূলক বা সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে আধা ঘণ্টা আগে প্রবেশ করতে হবে।
এসএসসি রুটিন ২০২৫: সময়সূচি, পরীক্ষা পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ বছরের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল ২০২৫ তারিখে শুরু হবে এবং ১৩ মে ২০২৫ তারিখে শেষ হবে। পরীক্ষার সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসএসসি পরীক্ষার রুটিন বা সময়সূচি SSC Routine ২০২৫
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হলো:
- ১০ এপ্রিল ২০২৫: বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
- ১৫ এপ্রিল ২০২৫: ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
- ১৭ এপ্রিল ২০২৫: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
- ২১ এপ্রিল ২০২৫: গণিত (আবশ্যিক)
- ২২ এপ্রিল ২০২৫ঃ ধর্ম (সকল ধর্মের)
- ২৩ এপ্রিল ২০২৫ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ২৪ এপ্রিল ২০২৫ঃ কৃষি শিক্ষা
- ২৩ এপ্রিল ২০২৫: সাধারণ বিজ্ঞান / পদার্থবিজ্ঞান
- ২৫ এপ্রিল ২০২৫: রসায়ন
- ২৮ এপ্রিল ২০২৫: জীববিজ্ঞান
- ৩০ এপ্রিল ২০২৫: উচ্চতর গণিত
- ২ মে ২০২৫: কৃষি শিক্ষা / কম্পিউটার শিক্ষা
- ১৫ এপ্রিল ২০২৫: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
- ২০ এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ব্যবহারিক পরীক্ষা
তত্ত্বীয় পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে ২০২৫ তারিখের মধ্যে নেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জানানো হবে।
যে ৯টি শিক্ষা বোর্ডে এই রুটিন প্রযোজ্য : এসএসসি রুটিন ২০২৫ – SSC Routine 2025
- ১. ঢাকা বোর্ড
- ২. রাজশাহী বোর্ড
- ৩. কুমিল্লা বোর্ড
- ৪. যশোর বোর্ড
- ৫. চট্টগ্রাম বোর্ড
- ৬. বরিশাল বোর্ড
- ৭. সিলেট বোর্ড
- ৮. দিনাজপুর বোর্ড
- ৯. ময়মনসিংহ বোর্ড
অংশগ্রহণকৃত শিক্ষার্থী :
সর্বমোট পরিক্ষার্থী → ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
সাধারণ পরিক্ষার্থী → ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন
মাদ্রাসা বোর্ড → ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন
কারিগরি বোর্ড → ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন
পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশাবলি :
১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করাতে হবে।
২। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) /রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।
৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
৫। সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬। পরীক্ষার্থীগণ তাদের নিজা নিজা উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোধ নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোগ্রামারল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা – এসএসসি রুটিন ২০২৫
১. প্রবেশপত্র সঙ্গে আনতে হবে: পরীক্ষার হলে প্রবেশের জন্য প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক। 2. পরীক্ষার সময়সূচি মেনে চলুন: প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 3. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে পৌঁছান: পরীক্ষার হলে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হওয়া উচিত। 4. নিষিদ্ধ সামগ্রী বহন করবেন না: মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 5. প্রশ্নপত্র সম্পর্কে সচেতন থাকুন: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিশ্বাস না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।
পরীক্ষার্থীদের জন্য পরামর্শ
- সময়মতো প্রস্তুতি নেওয়ার জন্য একটি ভালো পড়াশোনার পরিকল্পনা তৈরি করুন।
- বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করে অনুশীলন করুন।
- পরীক্ষা চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলুন ও মানসিকভাবে প্রস্তুত থাকুন।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা। নিয়মিত পড়াশোনা ও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব। পরীক্ষার সর্বশেষ আপডেট জানতে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।