রচনা: অধ্যবসায় (সহজ ভাষায়)

অধ্যবসায়

উপস্থাপনা : মানুষের সব কাজ একবারে সফল হয় না। সফলতার জন্য বারবার প্রচেষ্টা চালাতে হয়। বারবার প্রচেষ্টার নামই অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া জীবনে উন্নতি লাভ সুদূর পরাহত। এজন্যই বলা হয়—- Perseverance is the key to success. কবির ভাষায়-
এক পা দুই পা করি ধীরে ধীরে অগ্রসরি,
করে নর অতি উচ্চ গিরি উল্লঙ্ঘন।

অধ্যবসায় কী : কথায় বলে, “একবার না পারিলে দেখ শতবার।” কোনো কাজে সাফল্য অর্জনের জন্য ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পুনঃপুন চেষ্টা করাকেই অধ্যবসায় বলে।

অধ্যবসায় ও সাফল্য : অধ্যবসায় ও সাফল্য মুদ্রার এপিঠ-ওপিঠ। কারণ যেখানে অধ্যবসায় সেখানেই সাফল্য। অধ্যবসায় ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। ব্যর্থতায় নিরাশ না হয়ে যারা চেষ্টা অব্যাহত রেখেছেন, তারা সবক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

মানবসভ্যতায় অধ্যবসায় : একসময় আমাদের মতো মানুষকে বর্বর অসভ্য বলা হতো। আমাদের সৌভাগ্য, আমরা আধুনিক সভ্য যুগের অধিবাসী। সে অসভ্য বর্বর জাতি থেকে সভ্য হতে আমাদের অনেক যুগ লেগে গেছে। এ দীর্ঘ যুগ-পরিক্রমায় মানুষ বসে থাকেনি। চেষ্টা করেছে এ পর্যায়ে আসার জন্য। সফল হয়েছে তাদের প্রচেষ্টা। মানবজাতিকে উপহার দিয়েছে এক স্বর্ণযুগ।

ব্যক্তিজীবনে অধ্যবসায় : স্রষ্টা মানুষকে প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। অলস ব্যক্তির নিকট এ প্রতিভা ভোঁতা অস্ত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু যে পরিশ্রমী, যে তার মেধা কাজে লাগানোর চেষ্টা করে, তার জন্য প্রতিভা আলোকবর্তিকাস্বরূপ। অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তিও জীবন যুদ্ধে ব্যর্থ হন; যদি তিনি অধ্যবসায়ী না হন। সুতরাং ব্যক্তিজীবনে অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ো → মানবকল্যাণে বিজ্ঞান
আরো পড়ো → আমার ছেলেবেলা

ছাত্রজীবনে অধ্যবসায় : অধ্যবসায় সবচেয়ে বেশি প্রয়োজন ছাত্রজীবনে। এ জীবনই ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময়। এ সময় ব্যর্থ হলে সারাজীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। কোনো বিষয় আয়ত্ত করতে গিয়ে অধৈর্য হলে হবে না। সফলতার জন্য দরকার পুনঃপুন প্রচেষ্টা। এজন্যই বলা হয়— Try and try, you will be succeed at last.

অধ্যবসায়ের দৃষ্টান্ত : পৃথিবীতে যেসব মহাপুরুষ জন্মলাভ করেছেন, তাঁরা সবাই অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। মহানবি (স.) আপন জন্মভূমি মক্কায় ইসলাম প্রচারে কঠিন সমস্যার মুখোমুখি হয়ে মদিনায় চলে গেলেন। অথচ শেষ পর্যন্ত তিনি মক্কা জয় করলেন। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ইংরেজ সৈন্যদের সাথে বারবার পরাজিত হয়েও সপ্তমবার এক মাকড়সার চেষ্টা দেখে নিজেও প্রচেষ্টা চালালেন এবং শেষ অবধি জয়ী হলেন।

অধ্যবসায়ের শিক্ষা : প্রকৃতি থেকে আমরা অধ্যবসায় শিখতে পারি বিন্দু বিন্দু পানি থেকে সিন্ধুর সৃষ্টি, ফোঁটা ফোঁটা পানি পড়ে সুকঠিন পাথরের ক্ষয়, এসব থেকে আমরা অধ্যবসায়ের শিক্ষা নিতে পারি।

অধ্যবসায়ের প্রয়োজনীয়তা : Failure is the pillar of success. অর্থাৎ, ব্যর্থতাই সফলতার । ব্যর্থতা থেকে প্রচেষ্টার শুরু, আর সফলতার মাধ্যমে তা সমাপ্ত হয়। অধ্যবসায়ী ব্যক্তির নিকট ব্যর্থতা বা অসম্ভব বলে কিছু নেই। বীরশ্রেষ্ঠ নেপোলিয়ন বলতেন, “অসম্ভব কথাটি শুধু বোকার অভিধানেই পাওয়া যায়।”

উপসংহার : সাফল্যের জন্য অধ্যবসায়ের বিকল্প নেই। অধ্যবসায় ছাড়া প্রতিজ্ঞা অর্থহীন। বাঁচার মতো বাঁচতে হলে, যশ ও প্রতিপত্তি নিয়ে বাঁচতে হলে অধ্যবসায়ই একমাত্র অবলম্বন। ছাত্রজীবনে ব্যাপক সফলতা অর্জন করতে হলে লেখাপড়ায় মনোযোগী ও অধ্যবসায়ী হওয়া একান্ত প্রয়োজন।

2 thoughts on “রচনা: অধ্যবসায় (সহজ ভাষায়)”

  1. The next time I read a blog, I hope that it does not disappoint me as much as this particular one. After all, Yes, it was my choice to read, nonetheless I truly thought you would probably have something helpful to talk about. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

    Reply
  2. “অধ্যবসায় ” রচনা টি আমার বইতে ছিল না, আপনার লেখা রচনাটি র সাহায্য নিয়ে আমি উক্ত রচনাটি আমার বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করেছি। আপনাকে ধন্যবাদ

    Reply

Leave a Comment