বাংলাদেশের একাদশে কে কে থাকবেন?

0
0
বাংলাদেশ

আজ বাংলাদেশের খেলা। এশিয়াকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে৷ আফগানিস্তান অলরেটি একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার সাথে। যে ম্যাচে দেখা গিয়েছে আফগান বোলিং তোপ। তো আজকের আফগান বোলিং কে সামলাতে কেমন একাদশ হতে পারে বাংলাদেশের চলুন প্রেডিক্ট করা যাক।

কয়েকটা নাম আমি অটো চয়েজ হিসেবেই রাখছি।
তার মধ্যে
১. এনামুল হক বিজয়
২.
৩. সাকিব আল হাসান
৪. আফিফ হোসেন
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭.
৮.
৯. মোঃ সাইফুদ্দিন
১০.
১১. মুস্তাফিজুর রহমান

দেখে নিন : এশিয়া কাপ স্কোয়াড ২০২২

এই ৭ জনকে অটোচয়েজ প্রায় সবাইই রাখবেন। প্রশ্ন হলো বাকি ৪ জায়গায় কে কে খেলবেন। প্রথমে ওপেনিং এ বিজয়ের সঙ্গি কে হবেন সেটা একটু আলোচনা করি।

স্কোয়াডে বিজয় ছাড়া আর ওপেনার আছেন ২ জন।পারভেজ ইমন ও নাইম শেখ। কিন্তু তারা দুজনের একজনও আজকের ম্যাচের জন্য পার্ফেক্ট না। যা আমার মনে হয়। আবার আরেকটা জিনিসও আমার মনে হয়। প্রোফেশনাল ওপেনার ছাড়া অন্য কাউকে দিয়েও বাংলাদেশ এশিয়া কাপের শুরু করবে না।তাহলে এই যুদ্ধে জয়ী কে? নিঃসন্দেহে নাইম শেখ। বিজয়ের সাথে ওপেনিং এ নাইম শেখকে দেখা যেতেই পারে।

তারপরের পজিশন নিয়ে রীতিমতো যুদ্ধই। এখানেও আছেন মাত্র ২জন কম্পিটিটর। যারা এই পজিশনের দাবীদার। মোসাদ্দেক সৈকত ও সাব্বির রহমান। তবে এই যুদ্ধে আমি প্রথম ম্যাচ বিবেচনায় রেখে মোসাদ্দেক সৈকতকেই একাদশে দেখছি। কারণ মোসাদ্দেকের প্রস্তুতি ম্যাচের আক্রমণাত্মক ব্যাটিং।

৯ এ বোলিং ও ফিনিশিং এর জন্য হলেও শেখ মাহেদীকে দলে দেখলে আশ্চর্য্য হবো না।

বাকি রইলো মাত্র একটা পজিশন। ১০ এ বাংলাদেশ কাকে খেলাবে। এখনের হিসাব আলাদা। চলুন দেখে নিই আমরা কয়জন বোলার রেখেছি আমাদের টিমে।
১. সাকিব আল হাসান
২. শেখ মাহদী
৩. মোঃ সাইফুদ্দিন
৪. মুস্তাফিজুর রহমান
এই দলে কি ৩ জন পেসার খেলাবে বাংলাদেশ? আমার কিন্তু মনে হয় না। তবে যদি পেসার খেলানো হয় তবে এবাদত তাসকিনের দৌড়ে তাসকিনই এগিয়ে থাকবেন।আর যদি এখানে একজন স্পিনার খেলানো হয় তবে নাম একটাই আসে সেটা হলো নাসুম আহমেদ।

তবে এই লাস্ট পজিশনটায় কে খেলছেন তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে। তার মধ্যে আপনারা কমেন্ট করে জানান আপনার প্রেডিক্টেবল একাদশ।

তবে একাদশটা এমন হবে,

১. এনামুল হক বিজয়
২. নাইম শেখ
৩. সাকিব আল হাসান
৪. আফিফ হোসেন
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক সৈকত
৮. শেখ মাহদী
৯. মোঃ সাইফুদ্দিন
১০. তাসকিন আহমেদ / নাসুম আহমেদ
১১. মুস্তাফিজুর রহমান

লিখেছেন,
অসীম দেব
কন্টেন্ট ক্রিয়েটর,
স্পোর্টস রাইটার, স্টাডি আওয়ারস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here