a. What is a moonlit night?
b. How does it look?
C. How do people enjoy it?
d. Have you ever enjoyed a moonlit night?
e. What are your feelings?
A Moonlit Night (জ্যোৎস্না স্নাত রাত)
A moonlit night is enlightened by moon light. It is enchanting and taking. It appears with a full moon in the sky. The whole earth bathes in the bright light of the moon. The moon looks like a disk of silver. There is a magic spell on the earth. It changes the colour of the landscape. Water of sea, rivers, ponds and canals reflects the soft beams of the moon. Everyone enjoys a moonlit night. A moonlit nigh helps a passerby to reach his destination. Many enjoy the night by gossiping under the open sky. Almost all the poets have written poems describing the beauty of the moonlit night. Grown up people also feel a thrill of joy. They can not stay indoors. They spend a lot of time outside gossiping and telling stories. Coming out of their nests, some birds start flying about. Beasts also enjoy themselves by moving to and fro. A moonlit night is really pleasant to all creatures.
• Eve Teasing (Bangla meaning)
বঙ্গানুবাদ: চাঁদনী রাত চাঁদের আলোয় আলোকিত রাত। এটি মুগ্ধকর ও হৃদয়গ্রাহী। এটি আকাশে পূর্ণ চাঁদ নিয়ে আসে। সারা পৃথিবী চাঁদের আলোতে স্নান করে। চাঁদকে রুপোর থালার মতো দেখায়। পৃথিবীর উপর মোহনীয় জাল পড়ে। এটি প্রাকৃতিক ভূ-দৃশ্যের রং পরিবর্তন করে। সাগর, নদী, পুকুর ও খালের পানি চাঁদের আলোকে প্রতিফলিত করে। প্রত্যেকে চাঁদনী রাতকে উপভোগ করে। চাঁদনী রাত পথিককে গন্তব্যস্থলে পৌঁছতে সাহায্য করে। অনেকে খোলা আকাশের নিচে আড্ডা দিয়ে রাতটিকে উপভোগ করে। প্রায় সব কবিই চাঁদনী রাতের সৌন্দর্য বর্ণনা করে কবিতা লিখেছেন। উঠতি বয়সী মানুষজনের মনে আনন্দের শিহরণ জাগে। তারা ঘরে বসে থাকতে পারে না। তারা গল্প গুজব করে বাহিরে অনেক সময় কাটায়। পাখিরা তাদের নীড় থেকে বের হয়ে উড়তে থাকে। পশু পাখিরাও ঘোরাফেরা করে আনন্দ উপভোগ করে। চাঁদনী রাত সত্যিই সকলের জন্য আনন্দদায়ক।