ঢাকার সেরা ১০ কলেজ

Top 10 College in Dhaka (ঢাকার সেরা ১০ কলেজ)

পড়াশুনা করে সবাই ই চায় বড় হতে। তাই পড়াশুনাটা যেন ভালো হয় তার জন্য চায় একটা ভালো কলেজ, একটা বড় কলেজে ভর্তি হতে। কিন্তু ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে অনেকের ধারণা নেই।

হ্যাঁ, এটা সত্য সবাই চায় সেরা কলেজে পড়তে। কিন্তু সবাই পারে না। ভালো একটা কলেজে পড়তে হলে দরকার হয় কিছু যোগ্যতার। তারপর জানতে হয় সেই কলেজ সম্পর্কে কিছু তথ্য। তারপর ভালো কলেজে ভর্তি হতে পারে। তাই আজ আমরা জানব ঢাকার সেরা দশ কলেজ সম্পর্কে।

আমরা ইতোমধ্যে ঢাকার সেরা সরকারী কলেজের তালিকা দিয়েছি। অনেকে এই লেখাটি পরে উপকৃত হয়েছেন এবং আমাদেরকে অনুরোধ করেছেন, ঢাকার সেরা ১০ কলেজ নিয়ে লিখতে। তাই, এই লেখায় ঢাকার সেরা ১০টি কলেজ নিয়ে আলোচনা করলাম। উল্লেখ করা প্রয়োজন, এখানে অনেক ভাল কলেজ বাদ পরে গিয়েছে।

ঢাকার সেরা ১০ কলেজ

১. ঢাকা কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৮৪১ সাল
ঠিকানা- মিরপুর রোড, নিউমার্কেট, ধানমন্ডি, ঢাকা ১২০৫.
ওয়েবসাইট- www.dhakacollege.edu.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- ০২-৮৬১৮৩৫০, ৮৬১৮৭০৭, ৮৬৫২২২৩,৮৫১১৩৫৪

কলেজ ধরণ : বালক

কোন কোন বিষয় পড়ানো হয়? এখানে উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচএসসি থেকে শুরু, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশুনা হয়। এখানে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস,ভূগোল, পরিবেশবিজ্ঞান, অর্থনীতি, দর্শন ইত্যাদি বিষয়ে পড়ানো হয়।

ভর্তির যোগ্যতা কত?
উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হলে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০ থাকতে হবে। বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে।
স্নাতকে ভর্তি হতে চাইলে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ ৭ থাকতে হবে জিপিএ। বাণিজ্য বিভাগের জন্য ৬.৫ এবং মানবিক বিভাগে ৬ থাকতে হবে।

২. নটরডেম কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৪৯ সালের ৩ নভেম্বর
ঠিকানা- টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১০০০।
ওয়েবসাইট- www.notredame.ac.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 02-7192325,হেল্প লাইন নাম্বার: 01933322530-32, 01967607777 (সকাল ৮টা-বিকাল ৫ টা)
কারা পড়তে পারবে- শুধু ছেলেরা।
কোন কোন বিষয় পড়ানো হয়- এটি একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ। এখানে, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক ৩ বিষয়েই পড়া যায়।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থাকতে হবে।

৩. রাজউক উত্তরা মডেল কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৯৪ সাল
ঠিকানা- রোড#৩, সেক্টর#৬, উত্তরা, ঢাকা
ওয়েবসাইট- www.rajukcollege.net
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 02-8918196,8954676,8912780-115
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চমাধ্যমিক পর্যায় সব বিষয় পড়ানো হয়।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৪.০০ থাকতে হবে।

৪. ভিকারুননিসা নুন কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৫২
ঠিকানা- ১/এ, বেইলি রোড, ঢাকা- ১০০০।
ওয়েবসাইট- www.vnscbd.edu.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 88-8350500, 9348266
কারা পড়তে পারবে- শুধু মেয়েরা
ভিকারুননিসা-নুন-কলেজ
ভিকারুননিসা-নুন-কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় ছাত্রী ভর্তি করানো হয়। এটাতে স্কুলও রয়েছে।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।

৫. ঢাকা সিটি কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৫৭ সাল।
ঠিকানা- রোড নং ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫।
ওয়েবসাইট- www.dhakacitycollege.edu.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 88-02-9675529
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় পাঠদান করা হয়। এছাড়া বিবিএ, বিএসসি,অনার্স, সিএসই কোর্স করানো হয়ে থাকে।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.০০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

৬. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি
ঠিকানা- ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
ওয়েবসাইট- www.acc.edu.bd
ইমেইল- [email protected] / [email protected]
ফোন নাম্বার- 02-8872446 , 88-02-9834876
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই
আদমজী-ক্যান্টনমেন্ট-কলেজ
আদমজী-ক্যান্টনমেন্ট-কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স রয়েছে।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৭২ থাকতে হবে। সেনা সদস্যদের ছেলে মেয়ে ভর্তির জন্য এখানে আলাদা কোটা রয়েছে।

৭. ঢাকা কমার্স কলেজ
প্রতিষ্ঠাকাল- ১৯৮৯ ‍সাল।
ঠিকানা- সেকশন#২, মিরপুর, ঢাকা-১২১৬।
ওয়েবসাইট- www.dcc.edu.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 48033903, 48036942, 48037357
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ঢাকা-কমার্স-কলেজ
ঢাকা-কমার্স-কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক বিষয় পড়ানো হয়। এছাড়াও বিবিএ,এমবিএ, বিএসসি, এম এস এস কোর্সসমূহ পড়ানো হয়।
আরও পড়ুন: কমার্স পড়ে কি হওয়া যায়?
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে  জিপিএ ৪ থাকতে হবে এবং অনার্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ গড়ে ৪ থাকতে হবে।

৮. সরকারি বিজ্ঞান কলেজ
প্রতিষ্ঠাকাল-১৯৮৬ সাল।
ঠিকানা- ৩৪/বি, ফার্মগেট। তেজতুরি বাজার রোড, ঢাকা-১২১৫।
ওয়েবসাইট- www.govtsciencecollege.com
ইমেইল- gsc [email protected]
ফোন নাম্বার- 02-9113962, 8122817
কারা পড়তে পারবে- শুধু ছেলে।
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় কোর্সে শিক্ষাদান করা হয়। এটাতে শুধু বিজ্ঞান বিভাগ পড়ানো হয়। একসময় বানিজ্য শাখা থাকলেও। বর্তমানে শুধু বিজ্ঞান বিভাগ রয়েছে।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ থাকলে ভর্তি হতে পারবেন।

৯. ন্যাশনাল আইডিয়াল কলেজ
প্রতিষ্ঠাকাল- ২০০১
ঠিকানা- খিলগাও, ঢাকা।
ওয়েবসাইট- www.nationalidealschool.edu.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 02-55120299
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে পাঠদান করা হয়ে থাকে।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।

১০. বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ
প্রতিষ্ঠাকাল- ১ জানুয়ারি, ১৯৮৪ সাল।
ঠিকানা- পিলখানা রোড। বিজিবি হেড কোয়ার্টার।
ওয়েবসাইট- www.abdurroufcollege.ac.bd
ইমেইল- [email protected]
ফোন নাম্বার- 02-58616448
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় পাঠদান করা হয়। এছাড়া এখানে ডিগ্রি কোর্স ও চালু আছে।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ ৫ থাকতে হবে। বাণিজ্য বিভাগের জন্য ৩.১৭ ও মানবিক বিভাগে ২.৭৮ থাকতে হবে। এখানে বিজিবি সদস্যদের ছেলে মেয়ের জন্য বিজ্ঞান বিভাগে ৪.৮০, বাণিজ্য বিভাগে ৩ এবং মানবিক বিভাগে ২.৫০ থাকতে হবে।

পরিশেষে
উপরোক্ত আলোচনায় আমরা জানতে পারলাম ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে। বর্তমানে আপনি সরকারী ওয়েবসাইট এর মাধ্যমে কলেজের জন্য আবেদন করা যায়। তারপর আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ নির্বাচন করে দিবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *